ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একমাস আগেই ছাড়ালো রাজস্ব লক্ষ্যমাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
একমাস আগেই ছাড়ালো রাজস্ব লক্ষ্যমাত্রা

ঢাকা: চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) রাজস্ব লক্ষ্যমাত্রা ১ লাখ ৩০ হাজার কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা। অর্থবছর শেষ হওয়ার মাত্র একমাস আগেই অতিরিক্ত তিন হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্র বাংলানিউজকে এ তথ্য জানায়।
 
৩ জুন অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ১০ হাজার কোটি টাকা আদায় হবে। অর্থবছর শেষে এনবিআর চলমান অর্থবছরে তৎপরতা দেখিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা আদায় করতে সক্ষম হবে। ২০১৫-১৬ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি হলেও সম্প্রতি সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা।
 
সংশোধিত লক্ষ্যমাত্রা ভ্যাট খাতে ৫৪ হাজার ৬৪ কোটি, আয়করে ৫৩ হাজার ৪৩৬ কোটি ও শুল্ক খাতে ৪২ হাজার ৫শ কোটি টাকা। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে তিন অর্থবছর পর রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দেড় হাজার কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আদায় করে এনবিআর।
 
সূত্র জানায়, জুলাই-মে ভ্যাট খাতে ৪৪ হাজার ৬২৫ কোটি ৮৪ লাখ, আয়করে ৩৮ হাজার ৬৩২ কোটি ৩০ লাখ ও শুল্কে ৩৬ হাজার ৮০ কোটি ১০ লাখ টাকা। এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ১৪ দশমিক ২৬ শতাংশ হয়। এর আগে কোনো মাসে প্রবৃদ্ধি এতো বেশি হয়নি। এপ্রিলে রাজস্ব আদায় হয় ১৩ হাজার ৯০৫ কোটি ৭৬ লাখ টাকা।
 
‘রাজস্ব লক্ষ্যমাত্রা শুধু অর্জন নয়, অর্থবছর শেষে অনেক বেশি সারপ্লাস’ থাকবে বলে বাংলানিউজকে জানান এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেছেন ১ লাখ ৬০ হাজার কোটি টাকা হবে অর্থাৎ, অতিরিক্ত ১০ হাজার কোটি টাকা আদায় হবে, তা হবেই।
 
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
আরইউ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।