ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩ ও ৪ জুলাই ব্যাংক খোলা রাখার দাবি খুলনার ব্যবসায়ীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
৩ ও ৪ জুলাই ব্যাংক খোলা রাখার দাবি খুলনার ব্যবসায়ীদের

খুলনা: অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে আগামী ৩ ও ৪ জুলাই খুলনা অঞ্চলে ব্যাংক খোলা রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে এ অঞ্চলের ব্যবসায়ীরা।

বুধবার (২৯ জুন) বিকেলে সব শ্রেণীর ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন- ঈদ উপলক্ষে সরকার ১ থেকে ৯ জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করা করেছে। কিন্তু দেশের ব্যবসায়ীদের অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে এফবিসিসিআই’র দাবির প্রতি সাড়া দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে দেশের সব বাণিজ্যিক এলাকা ও বড় বড় বিপণীবিতান সংলগ্ন ব্যাংক শাখাগুলো ৩ ও ৪ জুলাই খোলা রেখে টাকা তোলা ও জমা দেওয়া যাবে বলে ঘোষণা দেন। যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ও মিডিয়াতে দেখানো হয়েছে।

কিন্তু বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার প্রদত্ত সার্কুলারের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৩ জুলাই শব-ই-কদর উপলক্ষে ও ৪ জুলাই নির্বাহী আদেশে খুলনার সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার ওই সার্কুলার অবহিত হয়ে খুলনা ব্যবসায়ী সমাজ হতাশ ও অর্থনৈতিক নিরাপত্তার অভাব বোধ করছে।

তিনি বলেন, খুলনা একটি বিভাগীয় বন্দর ও শিল্প নগরী। ঈদ উপলক্ষে খুলনার বাণিজ্যিক এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রচুর কেনা-বেচা হয়। যার জন্য ব্যবসায়ীরা চেক, পে-অর্ডারসহ নগদ টাকা করে। উক্ত চেক, পে-অর্ডার ব্যাংকে নগদায়ন করতে না পারলে তাদের ব্যবসা স্থবির হয়ে পড়বে। নগদ টাকা ব্যাংকে জমা বা উত্তোলন করতে না পারলে অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকিতে পড়বে ব্যবসায়ীরা।

এমতাবস্থায় খুলনার সব শ্রেণীর ব্যবসা সচল রাখা ও তাদের অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে খুলনার ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে ৩ ও ৪ জুলাই খুলনা অঞ্চলে সব বাণিজ্যিক ব্যাংক খোলার রাখার জন্য জোর দাবি জানানো হচ্ছে।

সম্মেলন শেষে এ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা,  জুন ২৯, ২০১৬
এমআরএম/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।