ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২ বছর এমডি হতে পারবেন না আব্দুল হামিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
২ বছর এমডি হতে পারবেন না আব্দুল হামিদ

ঢাকা: আগ‍ামী দুই বছরের মধ্যে কোনো ব্যাংকের এমডি হতে পারবেন না রাষ্ট্রায়ত্ত্ব অগ্রণী ব্যাংকের অপসারিত এমডি সৈয়দ আব্দুল হামিদ।

বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখ্যপাত্র উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

অপসারিত এমডি সৈয়দ আব্দুল হামিদকে পাঠানো চিঠিতে উল্লেখ্য করা হয়েছে, ক্ষমতার অপব্যহার করে মুন গ্রুপ ও জয়নব ট্রেডিংকে বিধি বহির্ভূতভাবে ঋণ দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজ ক্ষমতা বলে তাকে অপসারণ করেন। আগামী ১০ জুলাইয়ে তার চাকরি মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তাকে বৃহস্পতিবারই (৩০ জুন) বিদায় নিতে হচ্ছে তাকে।

চিঠিতে আরও উল্লেখ্য করা হয়েছে, আগামী দু’বছরের মধ্যে তিনি কোনো ব্যাংকে যোগদান করতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এসই/এএটি/এসএইচ

**
অগ্রণীর এমডি হামিদ অপসারিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।