ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কমলো চামড়ার দাম, বর্গফুট ঢাকায় ৫০, বাইরে ৪০, খাসি ২০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
কমলো চামড়ার দাম, বর্গফুট ঢাকায় ৫০, বাইরে ৪০, খাসি ২০

ঢাকা: কোরবানির লবণযুক্ত গরুর চামড়ার দর প্রতি বর্গফুট রাজধানী ঢাকায় ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে যার দাম হবে ৪০ টাকা।

এছাড়া খাসি বর্গফুটে ২০ এবং বকরি ১৫ টাকা নির্ধারিত হয়েছে। মহিষের লবণযুক্ত দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২৫ টাকা।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকালে নগরীর রয়েল বুফে রেস্টুরেন্টে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস, অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্ট অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) ও বিএইচএসএমএ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়।

ঘোষণা করা দামে আবারও কমলো চামড়ার দাম। সেক্ষেত্রে বর্গফুট প্রতি ৫-১০ টাকা কমিয়ে শুক্রবার চামড়া খাত সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ করা হয়। অথচ গত বছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ছিল ৪০ থেকে ৪৫ টাকা। কমেছে মহিষ ও ছাগলের চামড়ার দামও।   গত বছর প্রতি বর্গফুট লবণযুক্ত মহিষের চামড়ার দাম ছিল ৩৫ থেকে ৪০, খাসির লবণযুক্ত চামড়া ২০ থেকে ২২ টাকা এবং বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকায় সংগ্রহ করা হয়েছিল।
বিএফএলএলএফই চেয়ারম্যান মহিউদ্দিন আহেমদ মাহিন বলেন, বর্তমানে আমরা সংকটময় সময় পার করছি। সারাবিশ্বে চামড়ার দাম কম। এছাড়া হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি সরানোসহ বিভিন্ন সমস্যার কারণে ব্যবসায়ীরা অনেক চাপে আছেন।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, আমরা অনেক সমস্যায় আছি। কিছু পরিবেশবাদীরা না বুঝে ট্যানারির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। হাজারীবাগে ছোট-মাঝারি ট্যানারি বন্ধ হয়ে গেছে। বিশ্বের বড় বড় ক্রেতাদের নিয়ে আসতে পারছি না।

চামড়া কোথায় নিয়ে যাওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সাভার ও হাজারীবাগে কাঁচা চামড়া কিনবো। সাভারে ২০ থেকে ২৫টা শিল্প গড়ে উঠেছে সেখানেও চামড়া কেনা হবে। আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম অনেক কমে গেছে। এটি বিবেচনায় নিয়েই এবার দাম নির্ধারণ করা হলো।

তিনি আরও জানান, ব্যাংক ঋণসহ কোরবানির আগে হাজারীবাগ থেকে সাভারে সব ট্যানারি সরানোর কারণে আমরা সমস্যায় আছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কঠিন বাস্তবতায় এবার চামড়া কিনতে হবে। চামড়ার গুণগত মান নির্ভর করে সংরক্ষণে। কিন্তু এবার লবণের দামও বাড়তি। এ বছর ঈদের সময় তাপমাত্রাও বেশি থাকবে। ফলে চামড়া সংগ্রহের ছয় ঘণ্টার মধ্যে লবণ দিতে হবে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬/আপডেট ১২৩৬
এমআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।