ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ালটন এলইডি লাইট কারখানা উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
ওয়ালটন এলইডি লাইট কারখানা উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ওয়ালটন বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছে। ওয়ালটনকে যতোই দেখি, ততোই বিস্মিত হই।

তাদের প্রতিটি পণ্যই মানসম্মত। গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর কারণেই তারা দ্রততম সময়ে শিল্প বিপ্লব ঘটিয়েছে। বিভিন্ন দেশে ওয়ালটন পণ্য রফতানি হচ্ছে, যা দেশের জন্য গর্বের বিষয়’।

শনিবার (১০ সেপ্টেম্বর) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রোটেক করপোরেশনে এলইডি লাইট উৎপাদন কারখানা উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এলইডি লাইট বিদেশ থেকে আমদানিতে যে পরিমাণ শুল্ক দিতে হয়, তার চেয়ে অনেক বেশি শুল্ক দিতে হয় এ শিল্পের কাঁচামাল আমদানিতে। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিল্পবান্ধব। দেশের উন্নয়নে সম্ভব সব কিছুই সরকার করবে।

তিনি বলেন, উদ্যোক্তা এবং সরকার একসঙ্গে বসলে এ ধরনের সমাধান হবে।

আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, মানুষের চাহিদা ও রুচি সম্পর্কে ওয়ালটন ভালো বোঝে। সে অনুযায়ী বিশ্বমানের পণ্য মানুষের কাছে পৌঁছে দিয়ে দেশে বাজারে শক্ত অবস্থান তৈরি করছে। প্রতি মাসেই তাদের নতুন নতুন পণ্য বাজারে আসছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ালটন কারখানায় পৌঁছালে তাকে স্বাগত জানান ওয়ালটনের ঊধ্র্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আলম, পরিচালক এসএম রেজাউল আলম, তাহমিনা আফরোজ, নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর লে. কর্নেল (অব.) এমএ কাদের, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ওয়ালটনের কর্পোরেট ডক্যুমেন্টারি উপভোগ করেন। তিনি ওয়ালটনের প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন।

পরে ওয়ালটন মাইক্রোটেক কারখানা কমপ্লেক্সে এলইডি লাইট তৈরির কারখানা উদ্বোধন করেন মন্ত্রী। এছাড়াও টেলিভিশন প্যানেল অ্যাসেম্বলি লাইন, এসএমটি (সারফেস মাউন্ট টেকনোলজি) লাইন, টেলিভিশন উৎপাদন ইউনিট, ফাউন্ড্রি অ্যান্ড কাস্টিং প্রজেক্ট, রেফ্রিজারেটর উৎপাদন ইউনিট, মোল্ড অ্যান্ড ডাই সেকশন এবং অন্যান্য হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।