ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পণ্য খালাসে ভোগান্তি নিরসন চাইলেন এনবিআর চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
পণ্য খালাসে ভোগান্তি নিরসন চাইলেন এনবিআর চেয়ারম্যান

ঢাকা: কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন থেকে পণ্য খালাস প্রক্রিয়ায় ভোগান্তি নিরসন করতে নির্দেশনা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এনবিআর’র জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সৈয়দ এ মু’মেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এনবিআর’র অধীনে বিভিন্ন কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনে পণ্য খালাস প্রক্রিয়ায় দীর্ঘ দিন ধরে ভোগান্তির শিকার হয়ে আসছেন আমদানি-রফতানিকারকরা। বিষয়টি নজরে আসায় সংস্থাটির চেয়ারম্যান সেবার মান ব‍াড়ানোর পাশাপাশি নানা নির্দেশনা দেন।

কার্গো ক্লিয়ারেন্স বা পণ্য খালাস প্রক্রিয়ায় সময় কমিয়ে আনায় গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আধুনিক যন্ত্রপাতির চাহিদা জানানোর নির্দেশ দেন।

এছাড়া রাজস্ব সংগ্রহ সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ের সঙ্গে মতদ্বৈততা সৃষ্টির কারণ খুঁজে সমাধানের ব্যবস্থা করতে নির্দেশ দেন মো. নজিবুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে মো. নজিবুর রহমান বলেন, এনবিআর এখন একটি করদাতা, শিল্প, বিনিয়োগ, ব্যবসা তথা রাজস্ববান্ধব সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

করদাতাদের সর্বোচ্চ সেবা দিতে এনবিআর বদ্ধপরিকর। সেজন্য আমদানি-রফতানি কার্যক্রম নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ও সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
আরইউ/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।