ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীকে টাঙ্গাইল চেম্বারের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, সেপ্টেম্বর ২৩, ২০১৬
প্রধানমন্ত্রীকে টাঙ্গাইল চেম্বারের অভিনন্দন

ঢাকা: নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন এবং এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করায় টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অভিনন্দন জানিয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি আবুল কাশেম আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতার আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে সকল প্রতিবন্ধকতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

দেশের কৃষিখাত, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, একটি বাড়ি একটি খামার, দশ টাকায় কৃষকের ব্যাংক হিসাব খোলা, গরিব মানুষের জন্য দশ টাকা কেজি চাল বিক্রি, দারিদ্র্য বিমোচনে বিভিন্ন ভাতা চালু ও মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন করছেন।
এতে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের অভূতপূর্ব অগ্রযাত্রার যে প্রশংসা করছে তাতে বাংলাদেশের প্রতিটি নাগরিকই অত্যন্ত গর্বিত।  

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।