ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল পৌরসভায় ট্রাক টার্মিনালের ভিত্তি স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
বেনাপোল পৌরসভায় ট্রাক টার্মিনালের ভিত্তি স্থাপন

বেনাপোল(যশোর): যানজট নিরসনে বেনাপোল পৌরসভায় বাংলাদেশি ট্রাক টার্মিনালের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল বন্দরের বাইপাস সড়কে দিঘিরপাড় এলাকায় ১৫ বিঘা জমি অধিগ্রহণ করে এ টার্মিনালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে ৭০ শতাংশ আমদানি-রফতানি বাণিজ্য হয়ে থাকে। প্রতিদিন এ বন্দর থেকে প্রায় ৭০০ ট্রাক থেকে আমদানি পণ্য খালাস করা হয়। বাংলাদেশি পণ্য ভারতে রফতানি হয় ১৫০ থেকে ২০০ ট্রাক। কিন্তু প্রয়োজন অনুযায়ী বেনাপোল বন্দরে আজও অবকাঠামোর উন্নয়ন হয়নি। বেনাপোল বন্দরে একটি ট্রাক টার্মিনাল থাকলেও সেখানে শুধু আমদানি পণ্য রাখা হয়।   ফলে আমদানি পণ্য নিতে আসা ট্রাকগুলো প্রধান সড়কের উপর দাঁড়িয়ে থাকে। এতে বন্দর এলাকার প্রধান সড়কে সবসময় যানজট লেগে স্থানীয় ব্যবসায়ীরা পৌর মেয়রকে জানালে তিনি বিষয়টি আমলে নেন। একপর্যায়ে অর্থ বরাদ্ধ হয় ট্রাক টার্মিনালের জন্য। পৌরসভার দিঘিরপাড় এলাকায় ৭ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে ১৫ বিঘা জমি অধিগ্রহণ করে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।  

মেয়র আশরাফুল আলম লিটন জানান, এক সঙ্গে এক হাজার ট্রাক ধারন ক্ষমতা সম্পন্ন ট্রার্মিনালটি নিমার্ণ কাজ শেষে হতে সময় লাগবে নয় মাস। বেনাপোলবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পৌরসভা এ প্রকল্প বাস্তবায়ন করছে।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর সচিব রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল প্যানেল পৌর মেয়র শাহাবুদ্দিন মন্টু, কমিশনার মিজানুর রহমান, রাশেদ আলী, কামরুন্নাহার আন্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
এজেডএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।