ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেলখাতের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
রেলখাতের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি ছবি- দিপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: রেলখাতের উন্নয়নের জন্য বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি (এশীয় উন্নয়ন ব্যাংক)। সে লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর এনইসি ভবনে দুপুর ১২টায় এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।  

চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ ও এডিবির পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশ আবাসিক মিশনের পোর্টফলিও ম্যানেজমেন্টের অফিসার ইনচার্জ ইয়ুশিনবু তাতেওয়াকি স্বাক্ষর করেন।

এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে জানানো হয়, রেলওয়ে রোলিং স্টক প্রজেক্টের মোট প্রাক্কলিত ব্যয় ২৯৪ মিলিয়ন ডলার। এর মধ্যে এডিবি ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে। অবশিষ্ট ব্যয় বাংলাদেশ সরকারের নিজস্ব খাত থেকে অর্থায়ন করা হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব রাবেয়া আক্তার লিখিত বক্তব্যে জানান, প্রকল্পের আওতায় ২৫০টি যাত্রীবাহী কোচ, ১০টি ডিজেল চালিত লোকোমোটিভ, ৪টি রিলিফ ক্রেইন, ২টি ট্রেন ওয়াশিং প্লান্ট, ১টি সিমুলেটরের ব্যবস্থা করা হবে।  

এর ফলে যাত্রীরা উন্নত সেবা পাবেন। ১৯৭৩ সালে এডিবির সদস্য হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশকে ১৬ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।