ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যেকোন মূল্যে ভ্যাট আইন বাস্তবায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
যেকোন মূল্যে ভ্যাট আইন বাস্তবায়ন

ঢাকা: আগামী অর্থবছর থেকে যেকোন মূল্যে নতুন ভ্যাট আইন বাস্তবায়িত হবে। এ নিয়ে আর কালক্ষেপন নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আবদুর রাজ্জাক।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ভ্যাট অনলাইন আয়োজিত ভ্যাট বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আক্ষেপ জানিয়ে তিনি বলেন, প্রায় চারবছর আগে ২০১২ সালে নতুন ও যুগোপযোগী ভ্যাট আইন পাস হয়। চারটি বাজেট গেল। দুভার্গ্য আমরা এখনো তা বাস্তবায়ন করতে পারিনি। সরকার বাস্তবায়নে প্রস্তুতি নেয়, কিন্তু বাজেটের আগে ব্যবসায়ীরা বাস্তবায়নে বাধা দেন। স্পষ্ট বলতে চাই, অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী অর্থবছর থেকে বাস্তবায়ন হবেই।

সাবেক এ মন্ত্রী আরও বলেন, প্রতিবছর বাজেট ও জিডিপির আকার বাড়ছে। জিডিপি অনুযায়ী রাজস্ব প্রবৃদ্ধি বাড়েনি। রাজস্ব প্রবৃদ্ধি বৃদ্ধি করতে হলে ভ্যাট আইন বাস্তবায়ন ছাড়া উপায় নেই।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ভ্যাট আইন নিয়ে যে জটিলতা ছিলো তা কেটে গেছে। এ আইন বাস্তবায়নে এনবিআরকে সহায়তার জন্য ব্যবসায়ীসহ সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, মানুষের আয় যে হারে বেড়েছে সে হারে রাজস্ব বাড়েনি। দেশের উন্নয়ন করতে হলে, মানুষের কল্যাণ করতে হলে রাজস্ব আহরণ বাড়ানো ছাড়া উপায় নেই। উন্নয়নে অংশীদার হতে হলে ব্যবসায়ীদের এ আইন বাস্তবায়নে সহযোগিতা করা প্রয়োজন। ব্যবসায়ী ও এনবিআর যে পার্টনারশিপ গড়ে উঠেছে তা ধরে রাখতে হবে।
 
এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, বাজেট আসলে ব্যবসায়ীরা বলেন নতুন আইন বুঝি না, সেজন্য এনবিআরের সঙ্গে অনেক আগ থেকেই প্রশিক্ষণ শুরু করেছি।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, আগামী বছর আমরা নতুন এ আইন বাস্তবায়ন করবোই। এজন্য স্থানীয় ও জেলা পর্যায়ে ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেওয়া হবে। ভবিষ্যতে আমরা দেশে একটি রাজস্ববান্ধব সংস্কৃতি চালু করতে চাই। সেজন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস এডুকেশন ফোরাম করা হবে।
 
তিন দিনব্যাপী (২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর) প্রশিক্ষণে ৩০ জন ব্যবসায়ী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
আরইউ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।