ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
খুলনায় সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

খুলনা: খুলনায় সপ্তাহব্যাপী আয়কর মেলা ২০১৬ এর উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে খুলনা কর ভবন প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান।

 

এসময় তিনি বলেন, সরকারের উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে করদাতাদের উদ্বুদ্ধ করতে হবে। স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানের সুযোগ দিতে হবে, কোনো ধরনের হয়রানি করা যাবে না।  

সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যেমনি স্বপ্ন দেখাচ্ছেন, তেমনি স্বপ্ন বাস্তবায়নের পথও দেখাচ্ছেন। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করছেন তার মূল প্রেরণা এ দেশের জনগণ।  

তিনি বলেন, বর্তমান সরকার মৃত প্রায় খুলনাকে উন্নয়নের স্রোতধারায় নিয়ে আসতে বিমানবন্দর নির্মাণ, রেলস্টেশন নির্মাণ, মংলাবন্দর সচল করা, মংলার সঙ্গে রেলসংযোগ স্থাপনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্প বাস্তবায়ন তথা উন্নয়নকে চলমান রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। উন্নয়নের স্বার্থে সরকারকে প্রকৃত কর দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কোনো ধরনের হয়রানি না করে তাদের সার্বিক সহায়তা প্রদানের জন্য কর কর্মকর্তাদের প্রতি তিনি আহবান জানান।

এতে সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ইন্টারন্যাশনাল ট্যাক্সেস) চৌধুরী আমির হোসেন, কর আপিলের কমিশনার প্রশান্ত কুমার রায়, কাস্টমস (আপিল) কমিশনার আবদুল মান্নান শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক এবং কর আইনজীবী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম হাওলাদার। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার মো. রিয়াজুল ইসলাম।

এনবিআর সদস্য আমির হোসেন বলেন, জনগণের সংশয় ও ভয় দূর করতে চায় কর বিভাগ। জনসচেতনতা বাড়ানোর জন্যই মূলত এ মেলার আয়োজন উল্লেখ করে তিনি বলেন, পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থ না দেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল, এখন তারা বুঝতে পারছে। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে বলেই এখন বিশ্বব্যাংকসহ অনেক দেশ ঋণ সহায়তা দিতে এগিয়ে আসছে। বিশ্বের বিভিন্ন দেশ আমাদের উন্নয়নের স্বীকৃতি দিচ্ছে, এটা একদিনে অর্জিত হয়নি। আমাদের সঠিক নেতৃত্ব আছে, আছে স্বপ্ন।  
খুলনার বয়রায় অবস্থিত কর ভবন প্রাঙ্গণে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে মেলা। এতে করদাতারা তাদের আয়কর রিটার্ন জমা এবং মেলা প্রাঙ্গণে সোনালী ও জনতা ব্যাংকের বুথে তাদের আয়কর জমা দিতে পারবেন। e-TIN রেজিস্ট্রেশন বুথে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে নতুন করদাতারা e-TIN রেজিস্ট্রেশন এবং বর্তমান করদাতারা রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। মেলায় নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য থাকবে পৃথক বুথ। করদাতাদের রিটার্ন পূরণে সহায়তা করার জন্য মেলায় হেলপ ডেস্ক থাকবে।
 
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।