ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্যান্সার আক্রান্ত শিশুকে বাঁচাতে বাণিজ্যমেলায় এইচপিএফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
ক্যান্সার আক্রান্ত শিশুকে বাঁচাতে বাণিজ্যমেলায় এইচপিএফ বাণিজ্যমেলায় দান সহায়তা উত্তোলন করছে হেল্প দি পিপল ফাউন্ডেশন (এইচপিএফ); ছবি- কাশেম হারুন

বাণিজ্যমেলা থেকে: ব্লাড ক্যান্সারে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশু মো. আব্দুল্লাহ ও হাপশা আক্তারকে বাঁচাতে বাণিজ্যমেলায় দান সহায়তা উত্তোলন করছে হেল্প দি পিপল ফাউন্ডেশন (এইচপিএফ)। মেলায় ৮টি বুথে দান সংগ্রহ করছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।

ফাউন্ডেশনটির সাথে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন শারমিন আক্তার তিশা। সিগমা ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী তিনি।

বাংলানিউজকে সিগমা জানান, সংগঠনটি সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করেছে। যেখানে ১৫০ জনের মত শিক্ষার্থী রয়েছে। তাদের বইপত্র থেকে শুরু করে পোশাক, খাবার ও চিকিৎসা সেবা দিচ্ছে এইচপিএফ। এছাড়া শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচির পাশাপাশি অন্যান্য কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।