বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় আরএফএল বেস্টবাই এর ৩৯ নং মিনি প্যাভিলিয়নে এ চিত্র দেখা গেছে।
এ সময় প্যাভিলিয়ন ঘুরে দেখা যায়, ক্রেতারা পছন্দের পণ্য কিনতে ভিড় ঠেলে ঢুকতে না পারায় বাইরে অপেক্ষা করছেন।
প্যাভিলিয়নে দায়িত্বরত কর্মকর্তা হাসেম রেজা বাংলানিউজকে বলেন, বেবি পণ্যের পাশাপাশি গৃহস্থালি পণ্যের কালেকশন ক্রেতাদের আকৃষ্ট করছে। এখানে ৬৫ টাকা থেকে ৭০০০ টাকার পণ্য রয়েছে। প্রতিটি পণ্যে রয়েছে ১০ থেকে ২০ শতাংশ ছাড়।
ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে একই পণ্যের কালারে ভিন্নতা আনা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। তিনি আরো বলেন, মেলায় ১ থেকে দেড় হাজার পণ্য আছে যেগুলো দেশের বাইরে থেকে আমদানি করা হয়েছে। বেবি টয়েস ও ওয়াটার পট ক্রেতারা সবচেয়ে বেশি কিনছেন।
ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, প্রতিবছর বাণিজ্যমেলায় আরএফএলের পণ্যে নতুনত্ব কিছু থাকে। এসব পণ্যের গুণগত মানও ভালো। দেশীয় পণ্য হওয়ায় দামেও সাশ্রয়ী। তাই ক্রেতারা এসব পণ্যে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
বেস্ট বাইয়ের ক্রেতা সালমা আনজুম বাংলানিউজকে জানান, আরএফএল আমাদের পরিবারের মত। এমন অবস্থা হয়েছে বাসায় যা কিছু আছে তাই এখানকার। দাম একটু বেশি হলেও এখান থেকে পণ্য নিশ্চিন্তে কেনা যায়। ঠকার ভয় থাকে না।
একই ছাদের নিচে এতো পণ্য আর কোথাও পাওয়া যায় না। যে কারণে বাসার খুটিনাটি যাই লাগে তার জন্য আরএফএলের বেস্টবাই শোরুমে আসি। দেশের সব জায়গায় গ্রাহক সেবা নিয়ে পৌঁছে যাওয়াই আরএফএলের বড় সাফল্য বলে মনে করেন মোহাম্মদপুর থেকে আসা আফিয়া জাহান।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরআই