বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপি ইন্দো-বাংলা অটো মোটিভ শো’তে অংশ নিয়েছে অশোক লিল্যান্ড।
বাংলাদেশে তাদের ডিলার ইফাদ গ্রুপ।
অশোক লেল্যান্ডের প্যাভিলিয়নে থাকা তাদের বাস ডিভিশনের কর্মকতা আনিসুর রহমান জানান, ঢাকার ভেতরে সিটিং গাড়ি যেমন অনাবিল, বসুমতি, চমক, ভিআইপিসহ আরও কয়েকটি বাস পরিবহন কোম্পানি তাদের বাস ব্যবহার করছে।
এছাড়া ঢাকার বাইরে দুরপাল্লায় তিশা, চমক, হিমাচল, স্টারসাইট, এসআর, এমনকি গ্রিনলাইন সোহাগ পরিবহনে তাদের গাড়ি রয়েছে।
গেল বছর দেড় হাজার অশোক লেল্যান্ড বাস বাংলাদেশে বিক্রি হয়েছে। এবছর আরও বেশি বাস বিক্রির টার্গেট তাদের-জানান আনিসুর।
অশোকের এই কর্মকর্তা জানান, বাংলাদেশের সড়কে অশোক লিল্যান্ডের অনেক গাড়ি হিনো স্টিকার দিয়ে চলছে। তবে অশোকের গাড়িগুলোর বডি পুরোপুরি ভারত থেকে আসে। অন্য বেশিরভাগ কোম্পানির বাসের বডি বাংলোদেশেই তৈরি হয়।
তিনি আরও জানান, অন্য গাড়িগুলোর হর্স পাওয়ার যেখানে ৮০ থেকে ১০৫, সেখানে অশোকের গাড়ি কমপক্ষে ১২০ হর্স পাওয়ারের।
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
এসএ/জেডএম