ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে বছরে দেড় হাজার বাস দেয় অশোক লিল্যান্ড

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
বাংলাদেশে বছরে দেড় হাজার বাস দেয় অশোক লিল্যান্ড বাংলাদেশে বছরে দেড় হাজার বাস দেয় অশোক লিল্যান্ড- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানী ঢাকায় চলাচলকারী অনেক সিটিং বাসই অশোক লেল্যান্ড কোম্পানির। তাদের গাড়িগুলোর সিসি বেশি, হর্স পাওয়ারও অন্য বাসগুলোর তুলনায় বেশি। ১৯৯৪ সাল থেকে বাংলাদেশের বাজারে বাস নিয়ে ঢোকে অশোক লিল্যান্ড। অশোকের বডিসহ পুরো বাসই ভারতে তৈরি হয়ে আসে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আই‌সি‌সি‌বি) তিন ‌দিনব্যা‌পি ইন্দো-বাংলা অটো‌ মো‌টিভ শো’তে অংশ নিয়েছে অশোক লিল্যান্ড।

বাংলাদেশে তাদের ডিলার ইফাদ গ্রুপ।

এখন থেকে অশোকের গাড়ির বডি বাংলাদেশেও তৈরি করতে একটি ওয়ার্কশপ তৈরির কাজ শেষ হয়েছে। অটোমোটিভ শোতে বাংলাদেশে ৬ টি মডেলের বাস প্রদর্শন করছে অশোক লেল্যান্ড।    
 
অশোক লেল্যান্ডের প্যাভিলিয়নে থাকা তাদের বাস ডিভিশনের কর্মকতা আনিসুর রহমান জানান, ঢাকার ভেতরে সিটিং গাড়ি যেমন অনাবিল, বসুমতি, চমক, ভিআইপিসহ আরও কয়েকটি বাস পরিবহন কোম্পানি তাদের বাস ব্যবহার করছে।

এছাড়া ঢাকার বাইরে দুরপাল্লায় তিশা, চমক, হিমাচল, স্টারসাইট, এসআর, এমনকি গ্রিনলাইন সোহাগ পরিবহনে তাদের গাড়ি রয়েছে।

গেল বছর দেড় হাজার অশোক লেল্যান্ড বাস বাংলাদেশে বিক্রি হয়েছে। এবছর আরও বেশি বাস বিক্রির টার্গেট তাদের-জানান আনিসুর।
 
অশোকের এই কর্মকর্তা জানান, বাংলাদেশের সড়কে অশোক লিল্যান্ডের অনেক গাড়ি হিনো স্টিকার দিয়ে চলছে। তবে অশোকের গাড়িগুলোর বডি পুরোপুরি ভারত থেকে আসে। অন্য বেশিরভাগ কোম্পানির বাসের বডি বাংলোদেশেই তৈরি হয়।  

তিনি আরও জানান, অন্য গাড়িগুলোর হর্স পাওয়ার যেখানে ৮০ থেকে ১০৫, সেখানে অশোকের গাড়ি কমপক্ষে ১২০ হর্স পাওয়ারের।  

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
এসএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।