মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) শেরে বাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, জানুয়ারি মাসে চালের দাম একটু বাড়ার কারণে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যন ব্যুরোর মাসিক ভোক্তা মূল্য সূচকে দেখা যায়, চলতি বছরের সারাদেশে সাধারণ মূল্যস্ফীতির হার ৫ দশমিক ১৫ শতাংশ। জানুয়ারি মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৩ শতাংশে। যা ডিসেম্বরে ছিলো ৫ দশমিক ৩৮ শতাংশ।
খাদ্য বর্হিভূর্ত পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ১ শতাংশে। যা ডিসেম্বেরে ছিলো ৪ দশমিক ৪৯ শতাংশ। এছাড়া গ্রাম পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতির হার ৪ দশমিক ৯২ শতাংশ। শহরে ৫ দশমিক ৫৭ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭/আপডেট: ১৬৪৩
এমসি/এএটি/এএ