ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

৭ মাসে এডিপি বাস্তবায়ন ৩২.৪১ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, ফেব্রুয়ারি ৭, ২০১৭
৭ মাসে এডিপি বাস্তবায়ন ৩২.৪১ শতাংশ

ঢাকা: চলতি অর্থবছরের (জুলাই-জানুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ৩২ দশমিক ৪১ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের পরিমাণ ছিল ২৮ শতাংশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


 
পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার এখন পর্যন্ত সর্বোচ্চ। সাত মাসে টাকার অঙ্কে মোট ব্যয় ৩৯ হাজার ৯শ’ ৭৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিলো ২৮ হাজার ৭শ’ ৫০ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
এমসি/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।