ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলায় পণ্য বিক্রিতে ৫৬ শতাংশ প্রবৃদ্ধি ওয়ালটনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৩, ফেব্রুয়ারি ৮, ২০১৭
বাণিজ্যমেলায় পণ্য বিক্রিতে ৫৬ শতাংশ প্রবৃদ্ধি ওয়ালটনের বাণিজ্যমেলায় পণ্য বিক্রিতে ৫৬ শতাংশ প্রবৃদ্ধি ওয়ালটনের

সদ্যসমাপ্ত ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় গত বছরের চেয়ে ৫৬ শতাংশ বেশি টাকার পণ্য বিক্রি করেছে ওয়ালটন। এছাড়া শ্রেষ্ঠ ভ্যাটদাতার প্রথম পুরস্কার অর্জনসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মাননা পেয়েছে দেশীয় এই ব্র্যান্ডটি। একইসঙ্গে শ্রেষ্ঠ প্রিমিয়ার প্যাভিলিয়নের স্বীকৃতিও পেয়েছে প্রতিষ্ঠানটি। 

ওয়ালটন জানিয়েছে, এবারের মেলায় তারা প্রায় ১২ কোটি ১৬ লাখ ২৭ হাজার টাকার পণ্য বিক্রি করেছে। ২০১৬ সালের বাণিজ্যমেলায় বিক্রি করেছিল প্রায় ৭ কোটি ৮২ লাখ টাকার পণ্য।

সদ্যসমাপ্ত এই মেলায় পণ্য বিক্রিতে প্রায় ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে তাদের। এরমধ্যে ফ্রিজ বিক্রিতে প্রবৃদ্ধি ১৯৬ শতাংশেরও বেশি। এলইডি টিভিতে প্রবৃদ্ধি হয়েছে ১১৮ শতাংশেরও বেশি।  

বিক্রিতে আশাতীত প্রবৃদ্ধি হওয়ায় গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি ভ্যাট দিয়েছে ওয়ালটন। গত বছরের বাণিজ্যমেলায় ওয়ালটন ১৭ লাখ ৫৭ হাজার ভ্যাট দিয়ে অর্জন করেছিল সর্বোচ্চ ভ্যাটদাতার স্বীকৃতি। আর এবারের মেলায় ভ্যাট দেওয়ার অংক ছিল ৩৬ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা। সেজন্য গত রোববার (৫ ফেব্রুয়ারি) ওয়ালটনসহ বাণিজ্যমেলায় সর্বোচ্চ ভ্যাটদাতা ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  

মেলায় এবারই প্রথম ল্যাপটপ প্রদর্শন ও বিক্রি করেছে ওয়ালটন। অত্যাধুনিক ফিচার, স্মার্ট ডিজাইন, দুই বছরের ওয়ারেন্টি, অন্যান্য ব্র্যান্ডের চেয়ে ২০-৩০ শতাংশ সাশ্রয়ী দাম ও সহজ কিস্তিতে ক্রয়ের সুবিধা থাকায় প্রথম বছরেই তরুণ প্রজন্মের আস্থা জয় করেছে ওয়ালটন ল্যাপটপ।   

সদ্যসমাপ্ত বাণিজ্যমেলায় বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করে ওয়ালটনের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবীর বলেন, এবার আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি টাকার পণ্য বিক্রি করা। কিন্তু, নতুনসহ ৫ শতাধিক মডেল ও কালারের অসংখ্য পণ্য সাশ্রয়ী মূল্যে বাজারজাত করায় বিক্রি হয়েছে আশাতীত। ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রাকেও।  

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭

আরআর/এইচএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।