ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
‘পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন’ বিজিএমইএ’র প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন- ছবি: শাকিল আহম্মেদ

ঢাকা: পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিজিএমইএ’র প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক শিল্পকে সরবরাহকৃত বিদ্যুৎ লাইনে পুরাতন ক্যাবলের কারণে সংযোগে সমস্যা হয়।

এর ফলে আমাদের মেশিন ক্ষতিগ্রস্থ হচ্ছে। অন্যদিকে গ্যাস সরবরাহও খুব শিগগির স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।

তিনি বলেন, রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকা অ্যাপারেল সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সামিটে তিনটি সেশনে দেশের পোশাক শিল্পের সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। শুধু তাই নয় কিভাবে এই শিল্পকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আলোচনা হবে। এবারের ঢাকা অ্যাপারেল সামিটের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে ‘টুগেদার ফর এ বেটার টুমোরো’।

সিদ্দিকুর রহমান আরও বলেন, সাম্প্রতিককালে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে প্রত্যাশা ছাড়িয়ে গেছে। ২০১৫-১৬ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১১ শতাংশ। সরকার ২০২১ সাল নাগাদ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ৮ শতাংশ। যদি দেশে রফতানি সক্ষমতা বাড়াতে পারে তাহলে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি হতে পারে।

অন্যদিকে চীন, জাপান, কোরিয়ার মতো অসংখ্য দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও জানিয়েছে সিদ্দিকুর রহমান। এ বিষয়ে তিনি বলেন, বিশ্বে পোশাক রফতানিতে দ্বিতীয় হলে আন্তর্জাতিক বাজারে আমাদের অংশ মাত্র ৬ শতাংশ। আর বাকিটাই চীনের। আমরা যদি এই বাজরের কিছুটাও পাই তাতেও অনেক সামনে এগিয়ে যেতে পারবো। তাই সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বিজিএমইএ দ্বিতীয় সহ-সভাপতি ফারুখ হাসান, বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নামির, বিজিএমইএ সহ-সভাপতি মাহমুদ হাসান খান বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
ইউএম/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।