ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বাংলাদেশে বিনিয়োগ করতে ঢেউয়ের মতো আসছে চীন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
 ‘বাংলাদেশে বিনিয়োগ করতে ঢেউয়ের মতো আসছে চীন’ চীন-বাংলাদেশ বাণিজ্য বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্রিং করছেন এফবিসিসিআই এর সভাপতি আবদুল মাতলুব আহমাদ/ছবি-কাশেম হারুন

ঢাকা: চীন বাংলাদেশে বিনিয়োগ করতে ঢেউয়ের মতো আসছে বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফেডারেশন ভবনে চীন-বাংলাদেশ বাণিজ্য বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্রিংকালে এ মন্তব্য করেন তিনি।

এফবিসিসিআই এবং কাউন্সিল ফর সাউথ-সাউথ কপোরেশনের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



আবদুল মাতলুব আহমাদ বলেন,  পাকিস্তানে চীনের বিনিয়োগ অনেক বেশি। বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যাওয়ায় তারা এ দেশেও বিনিয়োগ করতে আগ্রহী। চীন বাংলাদেশকে বিনিয়োগের জন্য সিরিয়াসলি নিচ্ছে। তাই তারা এ দেশে বিনিয়োগ করতে ঢেউয়ের মতো আসছে।

এফবিসিসিআই সভাপতি বলেন, চীনের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরের সময় ৩ হাজার ৮০০ কোটি ডলারের ২৮টি চুক্তি করেছিলেন। সেসব চুক্তি বাস্তবায়নে জন্য এ প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছেন। দলে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা রয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের দেশের অবকাঠামো, বিদ্যুৎ, ইঞ্জিনিয়ারিং, কৃষি, লাইটিং, পোশাকসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে চীনের। ব্যবসায়ের পরিবেশ অনুকূল হওয়ায় দেশে ব্যবসা বাড়াতে আগ্রহী তারা’।

বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে চীনকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে সরকার। পদ্মাসেতুর মতো বড় বড় প্রকল্পে বিনিয়োগ করতে পারে তারা।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই'র প্রথম সহ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, কাউন্সিল ফর সাউথ-সাউথ কপোরেশনের ভাইস চেয়ারম্যান টং মিং টাও প্রমুখ।

**বাংলাদেশের অর্থনীতির উন্নতিতে গুরুত্বপূর্ণ অংশীদার চীন
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
ওএফ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।