বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর মতিঝিলের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্যানেল ঘোষণা করা হয়। ‘ভিশন ২০৪১ অর্জন’র প্রত্যয়ে ৩৬ সদস্যের এ প্যানেল থেকে সভাপতি পদে লড়বেন শফিউল ইসলাম মহিউদ্দিন।
পরিচালক পদপ্রার্থী শমী কায়সার ই-কমার্স ভিত্তিক একটি সংগঠন থেকে এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্য ও ভোটার হয়েছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক, সাবেক সভাপতি এ কে আজাদ, কাজী আকরামউদ্দিন আহমেদ, মীর নাসির হোসেন, আজিজুর রহমান আজিজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এএম/এইচএ/