ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সংশোধন করা হচ্ছে ভ্যাট আইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
সংশোধন করা হচ্ছে ভ্যাট আইন

ঢাকা: আগামী জুলাই থেকে বাস্তবায়ন হতে যাওয়া মূল্য সংযোজন কর (মূসক) আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার ( ১০ মে) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) মূসক অনলাইন প্রকল্পের ‘মোবাইল হেল্প ডেস্ক’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
অর্থমন্ত্রী মুহিত বলেন, ভ্যাট আইন সংশোধন করা হচ্ছে।

ব্যবসায়ীদের ক্ষতি হয় এমন আইন সরকার বাস্তবায়ন করবে না। সরকার সবসময় ব্যবসায়ীদের সঙ্গে ছিলো এবং থাকবে। এছাড়া ব্যবসায়ীদের জন্য ভ্যাট আইন যেন স্বস্তিদায়ক হয় সেটাই করা হচ্ছে। এককথায় আপনারা বলতে পারেন ভ্যাট আইন ‘সংশোধন’ করা হচ্ছে।

তিনি আরও বলেন, যারা বলছে বিদেশিদের খুশি করার জন্য সম্পূরক শুল্ক তুলে দেওয়া হচ্ছে ‘যারা এমন কমেন্টস করেছেন তারা রাবিশ। ’ আমরা কাউকে খুশি করার জন্য ভ্যাট আইন সংশোধন করছি না। অন্যদিকে ভ্যাটের নতুন হার কী হবে, সে বিষয়ে এখন কিছুই বলব না সবকিছু বাজেট বক্তব্যে জানতে পারবেন।  
 
অনুষ্ঠানে অর্থমন্ত্রী ফিতা কেটে ‘ভ্যাট অনলাইন মোবাইল হেল্প ডেস্ক’ (এনবিআর কর্মচারীদের বহনকারী বাস) উদ্বোধন করেন। একই সঙ্গে এনবিআরের গেটে নির্মিত ভ্যাট অনলাইন হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়। ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধনে উৎসাহ দিতে এনবিআর চারটি বাসে এ ভ্রাম্যমাণ ‘ভ্যাট অনলাইন মোবাইল হেল্প ডেস্ক’ স্থাপন করেছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের ( এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান, সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) ও ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসান প্রমুখ।

২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ হবে জুনে। সে হিসেবে নতুন মূল্যসংযোজন কর (মূসক) আইন কার্যকর হওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।