ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চিনি মজুত: মেঘনা ও সিটি গ্রুপকে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, মে ২৩, ২০১৭
চিনি মজুত: মেঘনা ও সিটি গ্রুপকে তলব

ঢাকা: বাজারে ঠিকমতো চিনি সরবরাহ না করায় মেঘনা ও সিটি গ্রুপকে তলব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ মে) দুপুরে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, অনেক ব্যবসায়ীর কাছ থেকে আমরা অভিযোগে পেয়েছি ডিও কাটার পরেও সবচেয়ে বড় সাপ্লাইয়ার মেঘনা ও সিটি গ্রুপ ঠিকমতো বাজারে চিনি সরবরাহ করছে না। এজন্য এ দুই গ্রুপকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছে।

মন্ত্রী বলেন, দেশে যেহেতু কোনো পণ্যের ঘাটতি নেই সেখানে দাম বাড়ার তো প্রশ্নই ওঠে না। কিন্তু ব্যবসায়ীরা রোজাকে তাদের ব্যবসার কেন্দ্র তৈরি করেছে। আমি গ্যারন্টি দিয়ে বলতে পারি রোজায় ভোগ্যপণ্যের দাম বাড়বে না।

ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা খেয়াল করার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মে ২৩, ২০১৭
আরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।