ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজস্ব আহরণে সেবার মান বাড়াতে সচিবদের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
রাজস্ব আহরণে সেবার মান বাড়াতে সচিবদের চিঠি

ঢাকা: সরকারি দফতরে সেবার মান অধিকতর উন্নত করার মাধ্যমে জনগণকে রাজস্ব দিতে উৎসাহ যোগাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে সব সচিবদের চিঠি দেওয়া হয়েছে।

শনিবার (১ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান স্বাক্ষরিত চিঠিটি সব সচিব পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নজিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এবং উন্নয়ন কার্যক্রম চলমান রাখার প্রয়াসে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং অধীনস্থ দপ্তর/সংস্থাগুলোর কর্মকর্তারা নিরলসভাবে রাজস্ব সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

উন্নয়নের অক্সিজেন রাজস্ব দিতে সর্বস্তরের জনগণ তথা করদাতারা সহায়তা করছেন। এক্ষেত্রে পদ্মা সেতু, রূপপুর পারমানবিক প্রকল্প তথা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পসমূহ করদিতে উৎসাহিত করছে। এছাড়া করদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগকালে রাজস্ব বোর্ড অনুভব করছে, বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের আওতাধীন সংস্থা কর্তৃক প্রদেয় সেবার মান অধিকতর বৃদ্ধি পেলে কর দিতে করদাতারা আরও উৎসাহী হবে।

শুধু তাই নয়, বিগত ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থ বছর গুলোর মতো ২০১৬-১৭ অর্থ বছরেও জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত লক্ষ্যমাত্রা ইতোমধ্যে অর্জন করেছে। নতুন অর্থবছর অর্থাৎ ২০১৭-১৮ অর্থবছরে জাতীয় বাজেটে ৪ লাখ ২৬৬ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ডের জন্য ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফলে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের আওতাধীন সংস্থা বা  প্রতিষ্ঠান সমূহে আগত করদাতাদের সেবার মান আরও বৃদ্ধি করলে রাজস্ব দিতে আরও উৎসাহী হবে।

আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে দারিদ্রমুক্ত, সুখি, সম্বৃদ্ধ, শিক্ষিত, উন্নত ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় রাজস্ব আহরণে সম্মিলীত ও নিরলস প্রয়াসে সবার সহযোগিতায় রাজস্ব আহরণ আরও বৃদ্ধি পাবে বলে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।