ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ময়মনসিংহ পৌরসভার ১৪৬ কোটি টাকার বাজেট ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
ময়মনসিংহ পৌরসভার ১৪৬ কোটি টাকার বাজেট ঘোষণা ছবি: অনিক খান- বাংলানিউজ

ময়মনসিংহ: ২০১৭-১৮ অর্থ বছরে ময়মনসিংহ পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ১৪৬ কোটি ৫৫ লাখ দুই হাজার ৫৫৮ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে।

এ বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪৭ কোটি ৮৯ লাখ ৪২ হাজার ৩৭৩ টাকা। আর সংশোধিত আয় ধরা হয়েছে ৬৪ কোটি ১৮ লাখ ২১ হাজার ৫৪৯ টাকা।

শনিবার (০৮ জুলাই) দুপুরে ময়মনসিংহ পৌরসভা মিলনায়তনে ‘ঈদ পুনর্মিলনী’ ও ‘বাজেটোত্তর’ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।

তিনি জানান, ২০১৫-১৬ অর্থ বছরে ময়মনসিংহ পৌরসভার প্রকৃত বাজেট ছিল ৪৭ কোটি ৮৯ লাখ ৪২ হাজার ৩৭৩ টাকা। আর ২০১৬-১৭ অর্থ বছরে সংশোধিত বাজেট ছিল ৬৪ কোটি ১৮ লাখ ২১ হাজার ৫৪৯ টাকা।

এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কাউন্সিলররা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।