ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরএফএল নিয়ে এলো ‘ওয়াকার’ জুতা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
আরএফএল নিয়ে এলো ‘ওয়াকার’ জুতা মোড়ক উন্মোচন অনুষ্ঠান (ছবি: সংগৃহিত)

ঢাকা: বাজারে ‘ওয়াকার’ জুতা নিয়ে এলো দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান আরএফএল।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় আরএফএল’র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল পণ্যটির মোড়ক উন্মোচন করেন।

রোবার (০৯ জুলাই) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরএন পাল বলেন, শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের কথা চিন্তা করে মানসম্পন্ন ও যুগোপযোগী মডেলের জুতা তৈরি করছে ‘ওয়াকার’। শিগগিরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ‘ওয়াকার’ শোরুম থেকে সাশ্রয়ী দামে এ জুতা কিনতে পারবেন ক্রেতারা।

এসময় ‘ওয়াকার’ অচিরেই মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ওয়াকার’র চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান, জেনারেল ম্যানেজার (বিপণন) এমএএম মুনীম, অপারেশনাল ম্যানেজার শিবঅভ্র চ্যাটার্জি, প্রোডাকশন ম্যানেজার সৈয়দ আব্দুল্লাহ আল আরাফাত, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।