ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘এক জেলায় একপণ্য’ রপ্তানিতে ২০ শতাংশ নগদ সহায়তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
‘এক জেলায় একপণ্য’ রপ্তানিতে ২০ শতাংশ নগদ সহায়তা

ঢাকা: ‘এক জেলায় একপণ্য’ স্লোগানকে সামনে রেখে দেশের ৪১টি জেলার ১৪টি পণ্য রপ্তানিতে সরকার ২০ শতাংশ নগদ সহায়তা দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার (২৬ জুলাই) ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকদের সহায়তা চেয়েছে সরকার।

তোফায়েল আহমেদ বলেন, জেলা প্রশাসকরা অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে থাকেন।

দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পণ্যমান ঠিক রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এছাড়াও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকদের সর্তক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার (২৫ জুলাই) শুরু হওয়া তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার (২৭ জুলাই)।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।