ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনসিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
এনসিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম মো. নূরুন নেওয়াজ সেলিম (ছবি: সংগৃহিত)

ঢাকা: সম্প্রতি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কর্মাস (এনসিসি) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা মো. নূরুন নেওয়াজ সেলিম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (০১ আগস্ট) ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূরুন নেওয়াজ সেলিম ইলেক্ট্রো মার্ট লিমিটেড, ট্রেড ইন্টারন্যাশনাল মার্কেটিং লিমিটেডর চেয়ারম্যান ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান।

এছাড়াও তিনি ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য। ফেনীর মৌলভী শামসুল করিম কলেজ, নূরুন নেওয়াজ হাই স্কুল, শাহিদা নেওয়াজ কিন্ডার গার্টেন স্কুল, আমিন নেওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভী শামসুল করিম মাদ্রাসাসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

তিনি অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।