ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহী উইমেন চেম্বারের বর্ষপূর্তি উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
রাজশাহী উইমেন চেম্বারের বর্ষপূর্তি উদযাপন রাজশাহী উইমেন চেম্বারের বর্ষপূর্তি উদযাপন

রাজশাহী: প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বুধবার (০২ আগস্ট) সকালে নগরীর রানীবাজারের একটি রেস্তোরাঁয় কেক কেটে, মোড়ক উন্মোচনের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি রোজেটি নাজনীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মনিরুজ্জামান এবং টিএমএসএস বগুড়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের এক বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এরপর বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়।  

পরে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে চেম্বারের পরিচালকরাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।