ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ-ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণে দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
বাংলাদেশ-ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণে দাবি

ঢাকা: বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বুধবার (৯ আগস্ট) এফবিসিসিআই সভাকক্ষে ভিয়েতনামের এক বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে  আলোচনাকালে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এ দ‍াবি করেন। একই সঙ্গে তিনি দেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে ভিয়েতনামের বিনিয়োগ আহ্বান করেন।

শফিউল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল এবং আর্থ-সামাজিক বিভিন্ন সূচকে অত্যন্ত ইতিবাচক অগ্রগতি ঘটছে।

এসময় এফবিসিসিআই সভাপতির সঙ্গে আলোচনায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া। সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফসহ সভায় এফবিসিসিআই পরিচালকরা উপস্থিত ছিলেন ।
 
আলোচনা শেষে ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক দো হু হুই এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়া খুব শিগগিরই এফবিসিসিআই থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ভিয়েতনাম সফর করবে বলেও আশা প্রকাশ করেন মি. দো হুই।
 
উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ৬৫ দশমিক ০৫ মিলিয়ন ডলারের পণ্য ভিয়েতনামে রফতানি করে এবং ভিয়েতনাম থেকে ৩৮৭ দশমিক ৬৫ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।

বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এমএফআই/এসআইজে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।