ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

মাছ বেচে বাপ-মায়ের খাবার দেবে শিশু!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৭, আগস্ট ১১, ২০১৭
মাছ বেচে বাপ-মায়ের খাবার দেবে শিশু! জীবন সংগ্রামে শিশু সাহেদ। ছবি: সৌমিন খেলন

খালিয়াজুরী (নেত্রকোনা) থেকে : হাওরজুড়ে বৃষ্টির মাতামাতি। লাগাতার বৃষ্টিতে রীতিমতো কমেছে মানুষের কর্ম স্পৃহা। তবে নিঃশ্বাসে দারিদ্র যাদের আলিঙ্গন করে ব্যপারটা তাদের ক্ষেত্রে ভিন্ন!

নেত্রকোনা খালিয়াজুরী উপজেলার পতুয়া গ্রামের দরিদ্র্য পরিবারের হাওরবাসী শিশু সাহেদ মিয়া। বয়স হবে ৫/৬।

বৃষ্টি তাকে দমিয়ে রাখতে পারেনি। রাতভর বৃষ্টিতে ভিজে হাওরের পানিতে মাছ ধরে সাতসকালে আবার এলাকার বাজারে ছুটে এসেছে সেই মাছ বেচতে!

বাংলানিউজকে সাহেদ বলে, দু’দিন যেতে না যেতেই বাবার খালি অসুখ হয়। হেইসময় আমরার গরো (ঘর) বাজার সদায় থাহে না। খাওনের কষ্ট হয়। বাবার তো অহনও অসুখ, জ্বর উটচে (উঠছে)। বাজারো বেচনের আশায় কাইল (গতকাল) মেলা রাইতে (গভীর রাত) কারেন্ট জাল দিয়া কয়ডা মাছ দরছি (ধরছি)। তাও যদি গরের (ঘর) বাজার সদায় আর বাবার ওষুদডা (ওষুধ) অয় (হয়)। না হইলে তো মা-বাবা দুইজনেই না কাইয়া (খাওয়া) তাকবো। তহন তো সাথে আমারও না কাইয়া থাহন লাগবো। ’জীবন সংগ্রামে শিশু সাহেদ।  ছবি: সৌমিন খেলন

সাহেদ স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ছে। তবে স্কুলের নাম জানাতে পারেনি সে। কেন না জীবন সংগ্রামে থেমে থেমে চলে সাহেদদের পড়াশোনা। সাহেদ’র তাঁজা পুঁটি আর ভেদুরি মাছের দাম ৫শ’ টাকা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।