ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সারা দেশেই অস্থির বাজার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
সারা দেশেই অস্থির বাজার শুক্রবার সকালে শ্যামবাজার। ছবি: দীপু মালাকার

ঢাকা: এবার বর্ষা মৌসুম শুরুর পর থেকেই অস্বস্তি বাড়াচ্ছে ভোগ্য পণ্যের বাজার। কাঁচা বাজারের শাক-সবজি থেকে শুরু করে চাল-ডাল, মসলা সব কিছুর দামই এখন উর্দ্ধমুখী। বাজারের বাড়তে থাকা গরমে তাই বৃষ্টিতে ভিজেও নাভি:শ্বাস উঠছে মানুষের। কিছু পণ্যের দাম কমছে বটে, কিন্তু বাজার ভেদে হেরফের হচ্ছে দরের।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বাজারে ঘুরে বাংলানিউজ করেসপন্ডেন্টরা তুলে এনেছেন বিভিন্ন পণ্যের বর্তমান দর, দাম বৃদ্ধির তুলনামূলক চিত্র ও পেছনের কারণসহ চলতি বাজারের খুঁটিনাটি সকল বিষয়।

মিরপুর বাজারে বাংলানিউজের অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর শামীম হোসেন ও সিনিয়র করেসপন্ডেন্ট শাহজাহান মোল্লা।                     <div class=

ছবি: জিএম মুজিবুর" src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/mirpur...-002620170811123120.jpg" style="width:100%" />সকাল ৭টা থেকে শুরু করে সরেজমিন ও দলগত অনুসন্ধানে জানা গেছে, টানা বৃষ্টিতে ক্ষেত-খামার তলিয়ে যাওয়ায় কাঁচা পণ্যের পচন ও বিশেষ বিশেষ পণ্যের আমদানি কমে যাওয়া মূল্য বৃদ্ধির প্রধান কারণ। তবে বাড়িত মুনাফার আশায় মজুতদারি ও বৃষ্টি-বাদলকে অযুহাত হিসেবে দাঁড় করিয়ে অসাধু ব্যবসায়ীরা সুচতুর কৌশলে দাম বাড়িয়ে দিচ্ছেন সব পণ্যের।

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ বাজার থেকে স্পেশাল করেসপেন্ডন্ট সেরাজুল ইসলাম সিরাজ জানান,  শুধু শহর নয়, মফস্বলের কাঁচাবাজারও এখন গরম হয়ে উঠেছে। মৌসুম না হলেও বাজারে ওঠা সিম বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।

রাজধানীর উত্তরা ও আজমপুর ঘুরে স্পেশাল করেসপন্ডেন্ট রহমান মাসুদ জানান, এখানকার বাজারগুলোতে একটির সঙ্গে আর একটির দামের পার্থক্য চোখে পড়েছে। একই পণ্য একেক বাজারে একেক দরে বিক্রি হচ্ছে।

উত্তরার আজমপুর কাঁচাবাজার ঘুরে অ্যাডিশনাল আউটপুট এডিটর রাইসুল ইসলাম জানান, গত সপ্তাহের চেয়ে চেয়ে সব সবজির দাম গড়ে ২০ টাকা করে বেড়ে গেছে। টানা বৃষ্টির পর রোদ ওঠায় অধিকাংশ সবজি ক্ষেতেই পচে গেচে। সবজির বাড়তি দামে তাই নাভি:শ্বাস উঠছে মধ্যবিত্তের।  

রাজধানীর শ্যামবাজার থেকে অ্যাসিস্ট্যান্ট অাউটপুট এডিটর হুসাইন আজাদ জানান,  ভারতে বন্যার কারণে পেয়াজের উৎপাদন কমে যাওয়ায় বাংলাদেশে আমদানি কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তা‍ই একশ’ টাকা পাল্লার পেয়াজের পাইকারি দামই এখন আড়াইশ’ টাকা। সিলেটের বাজারে সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিন।  ছবি: আবু বকর

যাত্রাবাড়ী বাজার ঘুরে অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর মাহবুব আলম জানান, প্রতিটি সবজির দাম বেশি। ৪০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না।

মিরপুর ১ নম্বর কাঁচাবাজার ঘুর অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর শামীম হোসেন জানান, বাড়তি দামের মধ্যে এ বাজারে আরো বেশী দাম ‍সাভার থেকে আসা সবজির। এখানকার তাজা সবজি সবাই একটু বেশি দাম দিয়ে হলেও কেনেন।

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট  মফিজুল সাদিক জানান, সপ্তাহ খানেক আগে চিকন চালে এক থেকে দেড় টাকা দাম বেড়েছে। ওই দাম আর কমেনি। তবে ভিয়েত নাম থেকে চাল আসায় মোটা চালের বাজার অনেকটাই স্থিতিশীল

শ্যামবাজার ঘুরে সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা জানান,  চাল আমদানি হয়েছে। কিন্তু বাজারে নেই। যেটুকু এসেছে তাতে কেবল ভারতীয় স্বর্ণা চালের দাম কিছুটা কমেছে। তবে মাঝে মধ্যে এক থেকে দুই টাকা ওঠা-নামা করছে কেজিতে।

খুলনা খেকে সিনিয়র করেসপন্ডেন্ট মাহবুবুর রহমান মুন্না জানান, গল্লামারী কাঁচাবাজারে  বৃষ্টির কারণে বিক্রেতারা সব শাক-সবজির দাম বাড়িয়েছেন। তবে বাজারে ইলিশের সরবরাহ বৃদ্ধি ও দাম কমায় অন্যান্য মাছের চাহিদা কমে গেছে।

যদিও ময়মনসিংহ থেকে বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট এম.আব্দুল্লাহ আল মামুন খান জানান, মাত্র এক সপ্তাহ আগেও চাষের পাবদা বিক্রি হয়েছে ৩৫০ টাকা কেজিতে। আর এখন তা বিক্রি হচ্ছে ৪৩০ টাকায়। এক লাফে কেজিতে দাম বেড়েছে ৯০ টাকা।

রাজশাহীর মাস্টারপাড়া কাঁচাবাজার থেকে সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন জানান, একে তো চলতি মাসের শুরুতে হঠাৎ করে ভারতীয় পেঁয়াজের আমদানি কমে গেছে। তারওপর উপর বিভিন্ন স্থানে বন্যা, টানা বৃষ্টি হওয়ায় পচে নষ্ট হয়ে গেছে দেশি পেঁয়াজ, ফলে সার্বিকভাবে বেড়েছে দাম। বন্যা-বৃষ্টিতে ঝাঁঝ বেড়েছে কাঁচা মরিচেও।

সিলেটের সোবহানীঘাট কাঁচা বাজার থেকে সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিন জানান, বন্যা ও বৃষ্টির প্রভাবে সবজির বাজার ঊর্ধ্বমুখী বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রাম থেকে সিনিয়র করেসপন্ডেন্ট মো. মহিউদ্দিন জানান, ভারতের বাজারে যে পিয়াজ ১৫ টাকায় বিক্রি হতো তা এখন ২৫ টাকায় বিক্রি হচ্ছে ভারতেই। বাংলাদেশে এসে তাই পেয়াজের দাম হচ্ছে আকাশ ছোঁয়া। রাজধানীর আজমপুর বাজারে বাংলানিউজের অ্যাডিশনাল আউটপুট এডিটর রাইসুল ইসলাম।  ছবি: কাশেম হারুণ।

যাত্রাবাড়ী মৎস্য আড়ৎ থেকে স্টাফ করেসপন্ডেন্ট অন্তু মুজাহিদ, জানান, রাজধানীর অন্যতম পাইকারি এই মাছের বাজারে  রুই কাতলাসহ কিছু মাছের দাম ১০ থেকে ২৫ টাকা বেড়েছে। তবে কমেছে ইলিশের দাম।

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে স্টাফ করেসপন্ডেন্ট  মনি আচার্য জানান, সবজির দাম লাগামহীন বাড়ায় বিক্রেতারাই চিন্তিত হয়ে পড়েছেন। সবজির দাম কমে যাওয়ার বদলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে।  

সাভার থেকে স্টাফ করেসপন্ডেন্ট সৈয়দ হাসিবুন নবী জানান,   সব জিনিসের দামই বাড়তির দিকে।

বড়বাজার-কালিবাড়ি বাজার ঘুরে যশোরের স্টাফ করেসপন্ডেন্ট উত্তম ঘোষ জানান,  জেলার আটটি উপজেলার মধ্যে ভবদহ অঞ্চলের অধিকাংশ এলাকা এখন পানির নিচে। এছাড়াও ডুবে গেছে শার্শা ও ঝিকরগাছা উপজেলার কিছু গ্রাম। যার প্রভাব পড়েছে যশোরের সবজি বাজারে। গত তিন সপ্তাহে সবজির সরবরাহ নেমে এসেছে প্রায় অর্ধেকে। ফলে কয়েক দফায় বেড়েছে সবজির দাম।

লক্ষ্মীপুরে থেকে স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান জানান, বাজারে পেঁয়াজ-রসুনের ঝাঁজ ও কাঁচা মরিচের ঝাঁল বেড়েছে। টানা বৃষ্টির কারণে স্থানীয় কৃষকদের মাঠের সবজি পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে শাক-সবজির প্রতিদিনই বাড়ছে।

বগুড়া থেকে স্টাফ করেসপন্ডেন্ট বেলাল হোসেন জানান, সবকিছুর দামই বেশি। সব দোকানে সব পণ্যের একই দাম। দেখে মনে হয় যেন সবাই সিন্ডেকেট হয়ে ব্যবসায় নেমেছেন। ক্রেতাদের কিছুই করার নেই।

রংপুর থেকে ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট সাইফুর রহমান রানা জানান, কোনো কারণ ছাড়াই সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৫ টাকা করে।  

খাগড়াছড়ি থেকে স্টাফ করেসপন্ডেন্ট অপু দত্ত জানান, বাজারে অন্যান্য কৃষি পণ্যের দাম ধরাছোঁয়ার মধ্যে থাকলেও সুঁচ মরিচের দামে যেন অনেক ঝাল! এই মরিচের কেজি ৪শ’ টাকা। তবে নওগাঁ ও লালমনিরহাট থেকে আসা বালুচরি মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৩০ থেকে ১৪০ টাকা দরে।

বরিশাল থেকে স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ জানান, জেলায় পাইকারি বাজারে এমনিতেই দাম বেড়েছে সব পণ্যের। তারওপর পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের দামের ব্যবধান আরো বেশী।

কুড়িগ্রাম থেকে স্টাফ করেসপন্ডেন্ট ফজলে ইলাহী স্বপন স্বপন জানান, দুর্যোগপুর্ণ আবহওয়ায় সরবরাহ কম থাকায় ঝাঁঝ বেড়েছে কাঁচা মরিচে। সেইসাথে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে সবজির দাম। পাইকারি বাজারে চালের দাম অনেকটা স্থিতিশিল থাকলেও বেড়েছে খুঁচরা বাজারে।

মানিকগঞ্জ থেকে স্টাফ করেসপন্ডেন্ট খন্দকার সুজন হোসেন জানান, টানা বৃষ্টি ও বর্ষার পানিতে সবজির ভাণ্ডার হিসেবে খ্যাত মানিকগঞ্জের সবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় স্থানীয় হাট বাজারে আমদানি কমেছে। ফলে দাম বেড়েছে সব সবজির।

দিনাজপুরের স্টাফ করেসপন্ডেন্ট মাহিদুল ইসলাম রিপন জানান, বাজারে সরবরাহ কম থাকায় বিক্রেতারা ইচ্ছামতো দর হাঁকছেন সবজির। আর চালের জন্য বিখ্যাত এই জেলায় চালের দামও বাড়তির দিকে।

সব মিলিয়ে গড়ে কাঁচা কলা ১৫ টাকা থেকে বেড়ে ২৫ টাকায়, ১৬ টাকার পটল ৩২ টাকায়, ১২ টাকার পেঁপে ১৭ টাকায়, ১৪ টাকার আমড়া ১৮ টাকায়, ১০ টাকার হাইব্রিড মিষ্টি কুমড়া ১৪ টাকায়, ১৫ টাকার কঁচুরমুখি ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে। রাজধানীর শ্যামবাজারে বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা।  ছবি: দীপু মালাকার

উপরন্তু পাইকারি বাজারেই বেড়েছে কাঁচামরিচ, বরবটি, বেগুন, চিচিঙ্গা, ঢেঁড়সসহ সবধরনের সবজির দাম। পাইকারি বাজারেই পেয়াজ বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা কেজি দরে।  

৯৫ টাকার রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়।   টমেটো ১৪০ থেকে বেড়ে ১৫০ টাকা, গাজর ও করলা ৫০ থেকে বেড়ে ৭০ টাকা। তরাই এর কেজি ১০ বেড়ে ৪০ টাকা। পটল ৪০ থেকে বেড়ে এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ২০ টাকার শশা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। বেগুন ১০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা। হালি প্রতি ৪ থেকে ৬ টাকা বেড়েছে ডিমের দামও।

তবে প্রায় সব স্থানেই গরু, খাসি ও মুরগির মাংসের দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও মাছের দাম কমবেশী হচ্ছে বাজার ভেদে।

** পাইকারি বাজারে দাম কমেছে ইলিশের, আরো কমবে
** সবজির বাজার নিয়ন্ত্রণহীন, ডিম-আলুতেই ভরসা
** দামে হেরফের নেই গরুর, দাম বাড়তি ছাগলের মাংসের

** বাজারে আকাশ-পাতাল পার্থক্য বরিশালে!
** জুমের মরিচ ‘সুচ’, দাম-ঝাল দুই-ই বেশি

** বৃষ্টিতে রংপুরে বেড়ে চলেছে মাছ ও সবজির দাম
** নতুন সবজিতে ঠাসা, দামে ক্রেতাদের ‘হতাশা’
** বগুড়ায় চালের দাম আরও বাড়ার শঙ্কা
** ভারতীয় মরিচ আসায় কমেছে কা‍ঁচামরিচের দাম
** চালকল মালিকদের সিন্ডিকেটে অস্থির চালের বাজার
** দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তের নাভিশ্বাস
** পেঁয়াজে আগুন, সপ্তাহান্তে দাম বেড়েছে দ্বিগুণ!
** সবজির বাজার চড়া, মাছের দামে সামান্য স্বস্তি
** চালের দাম কমবে নতুন ধানে!
** চালের দাম বাড়ায়, ক্রেতা নেই রাজশাহীর আড়তে
** চুই মোটা যত, দাম তত!
** লক্ষ্মীপুরে সবজির দাম বেড়েছে, কমেছে মাছের
** পাইকারি বাজারে পেঁয়াজের পাল্লা আড়াইশ
** পেঁয়াজের ‘হাফ সেঞ্চুরি’ চট্টগ্রামে!
** জলাবদ্ধতার প্রভাব যশোরের সবজি বাজারে
** ঈদের আগে কমছে না পেঁয়াজের দাম!
** ভবানীগঞ্জে সবজির দাম সর্বনিম্ন ১৫, সর্বোচ্চ ১২০
** পেঁয়াজের আড়ত সরগরম শুক্রবারেও
** বন্যা-বৃষ্টিতে পেঁয়াজ-কাঁচা মরিচে ঝাঁঝ!
** আমদানির পরও বাজারে চালের দাম কমেনি
** সাভারের লাগামহীন পাইকারি বাজার
** আমদানি কমায় বেড়েছে পেঁয়াজের ঝাঁজ
** মাছ বেচে বাপ-মায়ের খাবার দেবে শিশু!
** ময়মনসিংহেও মাছের বাজারে উত্তাপ
** দিনাজপুরে কাঁচাবাজারে আগুন!
** ময়মনসিংহে কাঁচা মরিচের দামে ঝাল, নাগালের বাইরে বেগুন!
** কাঁচা বাজারে বৃষ্টিতে নাকাল ক্রেতা-বিক্রেতা
** বৃষ্টির অযুহাতে খুলনায় সবজির বাজারে আগুন
** দর বেড়েছে রুই কাতলার, কমেছে ইলিশে
** বাংলানিউজে এবার সরাসরি কাঁচাবাজার

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।