ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘প্রিংগেলস’ নিয়ে এলো লিমিটেড এডিসন ক্যান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
‘প্রিংগেলস’ নিয়ে এলো লিমিটেড এডিসন ক্যান

ঢাকা: কেলগস গ্রুপের প্রিমিয়াম পটেটো চিপস ব্র্যান্ড ‘প্রিংগেলস’ নিয়ে এসেছে লিমিটেড এডিসন ক্যান। যা বাংলাদেশের কিছু করে দেখানোর ইচ্ছাকে আরো উৎসাহিত করবে।

৩২ ইঞ্চি লম্বা বিশাল এ লিমিটেড এডিসন ক্যানটি হবে বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল আর সবুজের মিশেলে। সঙ্গে রয়েল বেঙ্গল টাইগারের সদৃশ হলুদ ডোরাকাটা দাগও থাকবে।

যা ক্রিকেট ভক্তদের তাদের টিমকে অনুপ্রেরণা যোগাতে উদ্বুদ্ধ করবে। প্রতিটি মেগা ক্যানের মূল্য হবে ৫৭৫ টাকা। সঙ্গে ১৪৭ গ্রামের তিনটি প্রিংগেলসের ক্যান থাকবে।

লিমিটেড এডিসন ক্যানের সূচনা উপলক্ষে কেলগস সাউথ এশিয়ার রপ্তানি বিভাগের পরিচালক জাসপিন্দার সিং ভোরা বলেছেন, বাংলাদেশে সুস্বাদু স্ন্যাক্সের বিশাল এক বাজার রয়েছে (ইউরোমনিটর ২০১৮ এর তথ্যমতে)। আমাদের আইকনিক ব্র্যান্ড প্রিংগেলসের ব্যাপক চাহিদা রয়েছে ভোক্তাদের মধ্যে। যা আমাদের অনেক বড় সুযোগ করে দিয়েছে স্থানীয়ভাবে ভোক্তাদের সঙ্গে যোগাযোগ তৈরি করে প্রিংগেলস ব্র্যান্ডের জনপ্রিয়তা বাড়ানোর। ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা অন্যান্য যেকোনো দেশের তুলনায় এখানে অনেক বেশি। তাই মেগা ক্যানের উজ্জ্বল প্রাণবন্ত রং বাংলাদেশের ক্রিকেট ভক্তদের ভিন্ন এক অনুভূতি যোগাবে। অন্য এক ধরনের অভিজ্ঞতা দেবে, যখন তারা তাদের প্রিয় টাইগারদের মাঠে খেলতে দেখবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।