রোববার (৩০) সন্ধ্যায় রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল) ও সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী (শাওন) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বাজেটে সরকার আবাসন খাতে রেজিস্ট্রেশন ব্যয় কমানোর যে উদ্যোগ নিয়েছে তা এই খাতে রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সঙ্গে রিহ্যাব আশা করে, নিম্ন ও নিম্ন মধ্যবিত্তরা যাতে ভাড়ার টাকায় মাথা গোঁজার একটা ঠিকানা খুঁজে পায় সেজন্য স্বল্প সুদের দীর্ঘমেয়াদি একটি তহবিল গঠনসহ রিহ্যাবের অন্যান্য দাবিগুলো আগামীতে সরকার বাস্তবায়ন করবে। ‘সবার জন্য আবাসন কেউ থাকবে না গৃহহীন’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে আগামীতেও রিহ্যাব সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাবে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
ইএআর/এএ