ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শুরু হচ্ছে ‘প্রাণ লেয়ার দ্য মায়েস্ট্রো সিজন টু’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
শুরু হচ্ছে ‘প্রাণ লেয়ার দ্য মায়েস্ট্রো সিজন টু’

ঢাকা: প্রথম পর্বে ব্যাপক সাড়া পাওয়ার পর আবারো শুরু হতে যাচ্ছে অনলাইন ভিত্তিক জনপ্রিয় সিঙ্গার হান্ট শো ‘প্রাণ লেয়ার দ্য মায়েস্ট্রো সিজন টু’। 

সোমবার (১ জুলাই) রাজধানীর বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।  

এবারের প্রতিযোগিতা চারটি ধাপে সম্পন্ন হবে।

প্রথম রাউন্ড ৫ জুলাই থেকে শুরু হচ্ছে। যেখানে একজন প্রতিযোগী তার গানের সম্পূর্ণ ভিডিও প্রাণ লেয়ারের ফেসবুক পেজে পাঠিয়ে অংশ নিতে পারবেন। আগস্টের ৫ তারিখ থেকে শুরু হবে বাছাই প্রক্রিয়া। সেখান থেকে তিনটি ধাপে বাছাই-গ্রুমিং শেষে শ্রেষ্ঠ তিন প্রতিযোগিকে পুরস্কৃত করা হবে।      

প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকছেন জনপ্রিয় সংগীত শিল্পী ও কম্পোজার শায়ান চৌধুরী অর্ণব। এদিন বিচারক হিসেবে তার সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করে প্রাণ লেয়ার।  

অনুষ্ঠান প্রসঙ্গে অর্ণব বলেন, এতো মানুষের গান শোনা, তাদের মেনটর করা, প্রতিভাগুলোকে খুঁজে বের করা- সব মিলিয়ে আমি অনেক উৎসুক। এ ধরনের উদ্যোগের জন্য প্রাণ লেয়ারকে ধন্যবাদ।

প্রাণ কনফেকশনারীর হেড অব মার্কেটিং সাখাওয়াত আহমেদ সাকি বলেন, প্রথম পর্বের অভিজ্ঞতা, শিল্পী অর্ণবের শ্রম ও প্রাণ লেয়ারের নিরলস চেষ্টায় এবারের আয়োজন আরো ভালো ও সুন্দর হবে।  

প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসেন বলেন, আমরা গত বছর খুব ভালো সাড়া পেয়েছি। এবার তার চেয়ে বেশি সাড়া পাবো বলে আশা করছি।

প্রাণ লেয়ারের ব্র্যান্ড ম্যানেজার ইউসুফ সিদ্দিকী আরাফাতসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
  
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।