ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চলের জন্য জমির দলিল হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চলের জন্য জমির দলিল হস্তান্তর অর্থনৈতিক অঞ্চলের জন্য খাস জমির দলিল হস্তান্তর। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ৮৭ একর খাস জমি নামমাত্র মূল্যে রেজিস্ট্রি করে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) বিকেলে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিসি মাহমুদুল আলম।  

ডিসি মাহমুদুল আলম বাংলানিউজকে জানান, দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন মৌজায় ৮৭ একর খাস জমি নামমাত্র মূল্য এক হাজার এক টাকার মাধ্যমে দলিল সম্পাদনের মাধ্যমে বেজার কাছে হস্তান্তর করা হয়।

বেজার পক্ষে সম্পাদিত দলিলগ্রহণ করেন উপ-ব্যবস্থাপক আবু লাহেল। দুপুরে জেলা সদর রেজিস্ট্রি কার্যালয়ে দলিল সম্পাদনের কাজ সম্পন্ন করা হয়।

তিনি আরও বলেন, অর্থনৈতিক অঞ্চলের জন্য জমির প্রয়োজন প্রায় ৩০৮ একর জমি। ৮৭ একর খাস জমি থাকায় পুরোটাই নামমাত্র মূল্যে দেওয়া হয়। বাকি ২২১ একর জমি অর্পিত ও ব্যক্তি মালিকানায় হওয়ায় ২০১৭ সালের স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখলের মাধ্যমে নেওয়া হবে। এ প্রক্রিয়া শিগগিরই শুরু করবে বেজা।

সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জয়নুল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মাহফুজুল আলম, জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।