ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দারাজের প্রথম ফ্যান মিট নোয়াখালীতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
দারাজের প্রথম ফ্যান মিট নোয়াখালীতে দারাজের ফ্যান মিট

নোয়াখালী: দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ ই-কমার্স গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে প্রথমবারের মতো নোয়াখালীতে আয়োজন করলো দারাজ ফ্যান মিট।

এতে ক্রেতারা সরাসরি দেখা করে কথা বলতে পারেন প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে। পর্যায়ক্রমে দেশের বাকি ৬৩ জেলায়ও এই ফ্যান মিট আয়োজনের পরিকল্পনা করেছে দারাজ।

শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় জেলা শহর মাইজদী জামে মসজিদ মোড় সংলগ্ন স্কাই ভিউ রেস্টুরেন্টে দারাজ ফ্যান কাবের সৌজন্যে এ ফ্যান মিট অনুষ্ঠিত হয়।  

ফ্যান মিটে দারাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দারাজ বাংলাদেশের মার্কেটিং হেড আবরার হাসনাইন। আরও বক্তব্য রাখেন দারাজের হেড অব অফলাইন সেলস মো. জুবায়ের সিদ্দিক, হেড অব রিজিওনাল কমার্শিয়াল মো. মনজুর আলম প্রমুখ।

গ্রাহকদের উপস্থিতিতে দারাজ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন জিজ্ঞাসা, মতামত, অভিজ্ঞতা ও সমস্যার সমাধান বিষয়ে দীর্ঘ আলোচনায় দারাজের ডেলিভারি, পণ্যের গুণগতমান, রিটার্ন ও রিফান্ড পলিসি নিয়ে কথা হয়।  

দারাজের গ্রাহক ও কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের মনে ই-কমার্সের প্রতি আগ্রহ, বিশ্বাস আরও দৃঢ় হবে।  

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।