ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১ হাজার ডলার রেমিট্যান্স পাঠালেই মিলবে প্রণোদনা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
১ হাজার ডলার রেমিট্যান্স পাঠালেই মিলবে প্রণোদনা  ২০১৯-২০ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে অতিথিরা

ঢাকা: প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোয় উৎসাহী করতে সরকার দুই শতাংশ প্রণোদনা দেওয়ার যে ঘোষণা দিয়েছে, তা পেতে বছরে কম করে হলেও এক হাজার ডলার দেশে পাঠাতে হবে। 

বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০১৯-২০ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।  

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে রেমিট্যান্স পাঠাতে সরকার যে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন, তার আলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি নীতিমালা করে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন>>নতুন মুদ্রানীতি ঘোষণা

আহমেদ জামাল বলেন, আমরা ওই নীতিমালায় প্রবাসীদের ২ শতাংশ হারে রেমিট্যান্স পাঠানোর প্রণোদনা দেওয়ার জন্য বছরে সর্বনিম্ন এক হাজার ডলার পাঠানোর কথা বলেছি। এটি আমাদের প্রাথমিক প্রস্তাব। অর্থমন্ত্রণালয়ের যাচাই-বাছাইয়ের পরে তা কমবেশি হতে পারে।  

বৈধপথে রেমিট্যান্স বাড়াতে সরকার ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রবাসীদের দুই শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা বাস্তবায়নের হালনাগাদ তথ্য জানতে চাইলে ডেপুটি গর্ভনর একথা বলেন।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।