ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবি-টেলিটকের চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ইউসিবি-টেলিটকের চুক্তি সই ইউসিবির এসইভিপি ও হেড অব এমএফএস এ টি এম তাহমিদুজ্জামানসহ অন্যরা।

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

 ্চুক্তি অনুযায়ী, টেলিটক গ্রাহকরা খুব সহজেই ইউসিবির মোবাইল আর্থিক পরিষেবা, ইউক্যাশের সুবিধা গ্রহণ করতে পারবেন।

বুধবার (৩১ জুলাই) ‘নেট-ওয়ার্ক সংযোগের মাধ্যমে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস’ বিষয়ে এ চুক্তি সই হয়।

ইউসিবির এসইভিপি ও হেড অব এমএফএস (ইউক্যাশ) এ টি এম তাহমিদুজ্জামান এবং টেলিটকের জেনারেল ম্যানেজার, মার্কেটিং ও ভিএএস প্রভাস চন্দ্র রায় স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শওকত জামিল ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাব উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।