ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শাহ আমানত বিমানবন্দরের উন্নয়নে পৌনে ৫শ’ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
শাহ আমানত বিমানবন্দরের উন্নয়নে পৌনে ৫শ’ কোটি টাকা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকা: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ের শক্তি বাড়ানোর জন্য ৪৭২ কোটি ৭৫ লাখ ৬৮ হাজার টাকার ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
 
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, চট্টগ্রামকে যেহেতু আমরা বলছি কমার্সিয়াল হাব, কমার্সিয়াল হাব হিসেবে রূপান্তর করতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন করা হচ্ছে।

এর ফলে এ বিমানবন্দরে বড় বড় এয়ারক্রাফ্ট ওঠানামা করতে পারবে।  
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকজ্বালানি দক্ষতা বৃদ্ধিতে পরামর্শ দেবে মিৎসুবিশি
জাপানের বিখ্যাত প্রতিষ্ঠান মিৎসুবিশি রিচার্স ইনস্টিটিউট আইএনসি-কে জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বৃদ্ধি কার্যক্রমে অর্থায়ন প্রকল্পের কারিগরি সহযোগিতা দেওয়ার জন্য পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
 
এজন্য প্রতিষ্ঠানটিকে দিতে হবে ৫৯ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৯২৯ টাকা। প্রকল্পটি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়ন হবে।
 
এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদনও দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
 
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা আরও উন্নত যন্ত্র ব্যবহার করে জ্বালানি সাশ্রয় করতে পারি। এর ফলে জ্বালানি উৎপাদনে ব্যয় কমবে। একইসঙ্গে জ্বালানি সাশ্রয়ও হবে। এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের জন্য সুইটেবল একটি সিস্টেম তৈরি করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।