ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকগুলোকে ডেঙ্গু আক্রান্তদের পাশে দাঁড়ানোর পরামর্শ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
ব্যাংকগুলোকে ডেঙ্গু আক্রান্তদের পাশে দাঁড়ানোর পরামর্শ বাংলাদেশ ব্যাংক

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের সহায়তা করতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  
 

বুধবার (৩১ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ সংকটকালীন সময়ে ব্যাংকগুলোর নিকটস্থ শাখা থেকে স্থানীয় হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিধি পাঠিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রকৃত দরিদ্র ও অসহায় রোগী চিহ্নিত করে তাদের ডেঙ্গু জ্বরের রক্ত পরীক্ষার ফিসহ রক্ত সংগ্রহ, প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, মশারি, অন্য চিকিৎসা সেবা-সামগ্রী দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এ লক্ষ্যে ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় দুর্যোগকালীন সময় মোকাবিলা করার জন্য ডেঙ্গু আক্রান্তদের দিকে মানবিক দৃষ্টিকোণ থেকে সহযোগিতার হাত বাড়াতে আপনাদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এসই/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।