ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

কুমিল্লার শ্রীমন্তপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, আগস্ট ৭, ২০১৯
কুমিল্লার শ্রীমন্তপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধনী অনুষ্ঠান/ছবি: সংগৃহীত

ঢাকা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুরে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

বুধবার (৭ আগস্ট) ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩ আগস্ট) ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল জব্বার, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হাই বাবলু ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজুল ইসলাম।

ব্যাংকের সিনিয়র অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা শাখাপ্রধান মো: নাছির উদ্দিন। ব্যাংকের এজেন্ট ও সুহাইনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আসিফ ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।