ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে চিংড়িতে বিষাক্ত জেলি, দুই ব্যবসায়ীকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, জানুয়ারি ২৯, ২০২০
রাজশাহীতে চিংড়িতে বিষাক্ত জেলি, দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহী: চিংড়ির পেটে বিষাক্ত জেলি ঢুকিয়ে ওজন বাড়ানোর অভিযোগে রাজশাহীতে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মহানগরীর সাহেববাজার মাছপট্টিতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা।

অভিযানে চিংড়িতে বিষাক্ত জেলি পাওয়ায় মাছ বিক্রেতা রফিকুল ইসলাম ও রিয়াদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

হাসান আল মারুফ বাংলানিউজকে বলেন, অভিযোগ পেয়ে মাছ বাজারে অভিযান চালানো হয়। রাজশাহীতে জেলি পুশ করা চিংড়ির সন্ধান পেলাম এ প্রথম। কিছু অসাধু ব্যবসায়ী সিরিঞ্জের মাধ্যমে চিংড়ির ভেতরে জেলি ঢুকিয়ে ওজন বাড়ায়। যা ক্রেতারাদের সঙ্গে প্রতারণা।

তিনি আরও বলেন, মাছ ব্যবসায়ী রফিকুল ও রিয়াদের কাছে জেলি ঢুকানো চিংড়ি পাওয়া যায়। তাদের প্রত্যেককে ৫ হাজার করে টাকা জরিমানা করা হয়। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।