সোমবার (৩ ফেব্রুয়ারি) শেষ দিনের খেলায় ইসলামী ব্যাংক ইস্ট জোনের প্রয়োজন ছিল ৭ উইকেট আর পরাজয় এড়াতে শেষ বল পর্যন্ত ব্যাট করতে হতো ওয়াল্টন সেন্ট্রাল জোনকে।
খেলার নির্ধারিত সময় ৪৫ মিনিট বাকি থাকতেই সবক’টি উইকেট হারিয়ে ৩৩৩ রানে গুটিয়ে যায় সেন্ট্রাল জোনের দ্বিতীয় ইনিংস।
এর আগে তামিমের ট্রিপল সেঞ্চুরি (৩৩৪*) ও মুমিনুলের ১১১ রানের সুবাদে মাত্র দুই উইকেট হারিয়ে ৫৫৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইসলামী ব্যাংক ইস্ট জোন।
প্রথম ইনিংসে তাইজুল ইসলামের বোলিং তোপে ২১৩ রানে অল আউট হয় সেন্ট্রাল জোন। প্রথম ম্যাচেই জয় পাওয়ায় চার দলের এ টুর্নামেন্টে প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ইসলামী ব্যাংক ইস্ট জোন।
স্কোর:
ইসলামী ব্যাংক ইস্ট জোন প্রথম ইনিংস: ৫৫৫/২ (তামিম অপ. ৩৩৪, মুমিনুল ১১১, রাব্বি অপ. ৬২, পিনাক-২৬, শুভাগত-১৬২/১, মুকদি-৭১/১)।
ওয়াল্টন সেন্ট্রাল জোন প্রথম ইনিংস: ২১৩/১০ (সাইফ-৫৮, তাইবুর-৪৬, সৌম্য-৩৬, তাইজুল-৫৮/৫, রাহি-৩৮/২, নাঈম-৪২/২, হাসান-৩৪/১)।
দ্বিতীয় ইনিংস: ৩৩৩/১০ (মিঠুন-৮৩, তাইবুর-৬২, শান্ত-৫৪, নাঈম-৮৫/৬, তাইজুল-৮২/২)।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
পিআর/আরবি/