ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা দুর্গতদের পাশে ইয়ামাহা রাইডারস ক্লাব

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
করোনা দুর্গতদের পাশে ইয়ামাহা রাইডারস ক্লাব

ঢাকা: ইয়ামাহা রাইডারস ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল চালকদের নিয়ে সংগঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকার কমিউনিটি। যারা মোটরসাইকেল চালানোর পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। 

সম্প্রতি করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। যার প্রভাব বাংলাদেশেও বিস্তার লাভ করেছে।

সেই সঙ্গে সঙ্গে অর্থনীতিতেও এর বিরুপ প্রভাব পড়েছে।  

বর্তমানে সারাদেশব্যাপী চলছে সাধারণ সরকারি ছুটির সঙ্গে ঘরে থাকার কর্মসূচি। যার ফলে বিপাকে পড়েছে সমাজের নিম্ন আয়ের মানুষ। তাই এ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডারস ক্লাব।  

দেশব্যাপী ইয়ামাহা রাইডারস ক্লাবের সদস্যরা প্রায় ৮০০ দুর্গত পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।  

এছাড়া রোববার (২৯ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এসিআই সেন্টারে ইয়ামাহা রাইডারস ক্লাব ও এসিআই মোটরসের সহযোগিতায় জাগো ফাউন্ডেশনের কাছে সমাজের নিম্ন আয়ের মানুষদের মধ্যে বিতরণের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়।  

এ সময় উপস্থিত ছিলেন- এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।