বৃহস্পতিবার (১ এপ্রিল) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, বর্তমানে ২২ হাজার ৬১৯ জন প্রশিক্ষণার্থী রয়েছেন।
মনমোহন প্রকাশ আরো বলেন, কোভিড-১৯ মহামারিটি প্রশিক্ষণার্থীদের জীবিকা নির্বাহের উপর বিরূপ প্রভাব ফেলেছে এবং এই সহায়তা প্রশিক্ষণার্থীদের দরিদ্র পরিবার থেকে তাদের প্রশিক্ষণ চালিয়ে যেতে সহায়তা করবে। দীর্ঘকালীন কোভিড-১৯ লকডাউনের কারণে তাদের বাদ পড়ার সম্ভাবনা থেকে যায়। আমরা সরকারের কাছে অনুরোধ করেছি তাদের সময়মতো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ হস্তান্তর করার জন্য।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এমআইএস/এএ