রোববার (০৫ এপ্রিল) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের সিএসআর প্রজেক্টের আওতায় খাদ্য সামগ্রী সরবরাহের এ কর্মসূচির নাম রাখা হয়েছে ‘পাশে আছি’। গত সাত দিনে তারা ৩শ’র বেশি পরিবারকে ৭ দিনের নিত্যপণ্য দিয়ে সহায়তা করেছে।
সদাগর ডটকম প্রধান নির্বাহী আরিফ চৌধুরী বলেন, ২২ মার্চ থেকে অনলাইনে অফিস কার্যক্রম পরিচালনা করছে। ঢাকার বনানী, বনশ্রী, কমলাপুর, ধানমণ্ডিসহ বেশ কয়েকটি এলাকায় এ কার্যক্রম চলছে। শুধু ঢাকাতে নয়, বগুড়া ও নওগাঁর বেশ কিছু এলাকাতেও সদাগর দাঁড়িয়েছে করোনায় গরিব এবং অসহায়দের পাশে।
তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট সংকটের মধ্যে যখন বেসামাল হতদরিদ্র মানুষ, তখন সদাগর ডটকমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিয়মিত গ্রাহকরা। এ কার্যক্রমে এগিয়ে আসছেন তারাও। হাত বাড়িয়েছেন সাহায্যের। পুরো টিম নানাভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চায়। যারা এ সঙ্কটকালে পাশে থাকতে আগ্রহী, তারা রকেট করতে পারেন +৮৮০১৯১২২৯৮৫৮৯৬ নম্বরে অথবা বিকাশ করতে পারেন +৮৮০১৭৩০৭৯৬৭৩৩ নম্বরে।
বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
ইইউডি/এবি