ঢাকা: দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ৯০ শতাংশ শাখাতে এখন অনলাইন লেনদেন হচ্ছে।
চলতি বছরের এপ্রিল শেষে ব্যাংকগুলোর মোট শাখার পরিমাণ ১০ হাজার ৫৯২টি।
চলতি বছরের এপ্রিল শেষে ব্যাংকগুলোর অনলাইন শাখার পরিমাণ দাঁড়িয়েছে নয় হাজার ৫৮০টি। যা মোট শাখার ৯০ দশমিক ৪৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের ই-ব্যাংকিং এবং ই-কর্মাস পরিসংখ্যান ইউনিট থেকে এ তথ্য পাওয়া গেছে।
পরিসংখ্যানে আরও বলা হয়েছে, মার্চ মাসেও ব্যাংকগুলোর মোট শাখা এবং অনলাইন শাখার পরিমাণ এটাই ছিল। অর্থাৎ এসময় কোনো ব্যাংক নতুন কোনো শাখা খোলেনি।
তবে বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক গ্রিন ব্যাংকিংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাস শেষে ব্যাংকগুলোর মোট শাখা ছিল ১০ হাজার ৫৫৩টি। যার মধ্যে অনলাইন শাখা ছিল নয় হাজার ৫৭৭টি।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
এসই/টিএ