ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিনিস্টারের কোটি টাকার ঈদ অফারের র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
মিনিস্টারের কোটি টাকার ঈদ অফারের র‍্যাফেল ড্র অনুষ্ঠিত পুরস্কার বিতরণ করা হচ্ছে

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে দেশীয় ইলেক্ট্রনিক্স জগতের জনপ্রিয় ব্র্যান্ড মিনিস্টার নিয়ে এসেছিল ‘মানুষের জন্য মিনিস্টার পণ্য’। এখানে গ্রাহকরা ‘প্রায় অর্ধেক দামে’ পেয়েছে মিনিস্টারের পণ্য।

মিনিস্টার সবসময়ই তাদের গ্রাহকদের জন্য নতুন সব চমকপ্রদ অফার নিয়ে হাজির হয়। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও তারা ঈদুল আজহা উপলক্ষে দেশের মানুষের জন্য কোটি কোটি টাকার ঈদ অফার নিয়ে এসেছিল, যা শুরু হয়েছিল ১ জুলাই ২০২০ থেকে।

বর্তমানে মহামারি পরিস্থিতিতে মিনিস্টার তাদের পণ্যের পূর্বমূল্যের তুলনায় প্রায় অর্ধেক দাম কমিয়ে দিয়েছে। এছাড়া এ অফারের মাধ্যমে গ্রাহকরা যাতে তাদের সাধ আর সাধ্যের মেলবন্ধন ঘটাতে পারে তার জন্য এ ঈদে আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগ দিয়েছে মিনিস্টার। এ অফার ফ্রিজ, এসি ও স্মার্ট/এলইডি টিভির ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। মিনিস্টাররের শো-রুম থেকে এসব পণ্য ক্রয় করে ক্রেতারা প্রতিপণ্যের সঙ্গে পেয়েছেন একটি কুপন। শো-রুমে সংরক্ষণকৃত কুপনসমূহ নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো প্রথম পর্বের র‍্যাফেল ড্র। প্রথম পর্বে ঢাকার বিজয় সরণি, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চুয়াডাঙ্গাসহ দেশের আটটি বিভাগীয় শহরসহ ১১টি স্থানে মিনিস্টারের শো-রুমে একযোগে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মিনিস্টার হাই-টেক পার্কের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

কুপনের পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে মিনিস্টারের ফ্রিজ, এলইডি টিভি, স্মার্ট টিভি, গ্যাস বার্নারসহ দেশব্যাপী ২০০০টিরও বেশি আকর্ষণীয় সব পুরস্কার।

এ প্রসঙ্গে মিনিস্টার হাই-টেক পার্কের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া বলেন, আমরা সবসময়ই চেয়েছি আমাদের দেশের মানুষের কথা মাথায় রেখে তাদের চাহিদা অনুযায়ী কাজ করতে। সেই লক্ষ্যের সূত্রধরেই দেশের এ দুর্যোগকালীন মুহূর্তে আমরা এবারের এ ঈদ অফারটি বাজারে এনেছিলাম। এ কোটি টাকার অফারে ক্রেতারা ফ্রিজ, এসি ও স্মার্ট/এলইডি টিভি ক্রয় করলে প্রতিটি পণ্যের জন্য একটি করে কুপন পেয়েছিলেন। কুপনটির দু’টি অংশের একটি অংশ ক্রেতা নির্ধারিত তথ্যাদি পূরণ করে নিজের কাছে সংরক্ষণ করেছে এবং অপর অংশ শো-রুম সংরক্ষণ করেছিল। আর সংরক্ষণকৃত এ কুপনসমূহের র‍্যাফেল ড্র দু’টি পর্বে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি অনুষ্ঠিত হলো প্রথম পর্বের র‍্যাফেল ড্র। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৩১ ডিসেম্বর ২০২০। প্রথম পর্বে যারা পুরস্কৃত হয়েছেন তাদের মধ্যে যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিয়েছি। বাকিদের জানানো হয়েছে। আরেকটা সুবিধাজনক দিনে তাদের হাতে পুরস্কারগুলো আমরা তুলে দেবো। সবসময়ই আমরা চেষ্টা করি আমাদের গ্রাহকদের জন্য আকর্ষণীয় এ রকম আয়োজনের। আর গ্রাহকরা ভালোবেসে আমাদের পাশে থেকেছেন এজন্য আমরা সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ।

মিনিস্টার জন্মলগ্ন থেকেই ‘আমার পণ্য, আমার দেশ গড়ব বাংলাদেশ’ এ স্লোগানকে লালন করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। নিজস্ব ফ্যাক্টরিতে বিশেষজ্ঞ দ্বারা দেশেই তৈরি হচ্ছে মিনিস্টারের সব পণ্য।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।