ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকারদের পদোন্নতিতে ডিপ্লোমা পরীক্ষায় নির্দিষ্ট নম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
ব্যাংকারদের পদোন্নতিতে ডিপ্লোমা পরীক্ষায় নির্দিষ্ট নম্বর ...

ঢাকা: সরকারি-বেসরকারি সব ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পদোন্নতি নীতিমালায় ডিপ্লোমা পরীক্ষার জন্য আলাদা নম্বরও বরাদ্দ দিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ নিয়ে বুধবার (১৪ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, অফিসার ও সমমানের পদ থেকে মহাব্যবস্থাপক ও সমমানের (প্রধান নির্বাহীর নিচের এক স্তর ছাড়া অন্য সব কর্মকর্তা) পদ পর্যন্ত প্রতিটি ধাপে পদোন্নতির ক্ষেত্রে বরাদ্দকৃত মোট নম্বরের মধ্যে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার জন্য (১ম পর্ব ও ২য় পর্ব) একটি নির্দিষ্ট নম্বর বরাদ্দ রাখতে হবে। ব্যাংকিং ডিপ্লোমা, ২য় পর্ব পরীক্ষার জন্য নির্ধারিত নম্বর কোনোভাবেই ১ম পর্বের জন্য নির্ধারিত নম্বরের চেয়ে কম হতে পারবে না।

এসব শর্ত ব্যাংকের কারিগরি পদ (আইটি কর্মকর্তা, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইন কর্মকর্তা ইত্যাদি) এবং ক্যাশের কর্মরত কর্মকর্তাদের ক্ষেত্রে শিথিল করা যাবে। নতুন এই নীতিমালা ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) কর্তৃক ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই পর্বে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আয়োজন করা হয়। ওই পরীক্ষার মূল উদ্দেশ্য হলো ব্যাংকিং খাত সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান অর্জনের মাধ্যমে ব্যাংকারদের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা। তাছাড়া ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ব্যাংকিং সংক্রান্ত জ্ঞান লাভের পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদের পেশাগত উত্কর্ষ অর্জনেও সহায়ক ভূমিকা রাখে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।