ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্লোবাল কুলিং পুরস্কার পেল গ্রি এয়ার কন্ডিশনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ৫, ২০২১
গ্লোবাল কুলিং পুরস্কার পেল গ্রি এয়ার কন্ডিশনার ...

ঢাকা: বিশ্বের শীর্ষস্থানীয় এয়ার কন্ডিশনার ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রি ২০২১ সালের গ্লোবাল কুলিং পুরস্কার লাভ করেছে।

বুধবার (০৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, জিরো কার্বন সোর্স প্রযুক্তি উদ্ভাবনের জন্য প্রতিষ্ঠানটি এই পুরস্কার পেয়েছে, যা বৈশ্বিক উষ্ণতা কমাতে সাহায্য করবে। তাছাড়া পরিবেশ-বান্ধব এই প্রযুক্তি বিদ্যমান এয়ার কন্ডিশনারের কার্বন নিঃসরণের প্রভাব ৮০ শতাংশ পর্যন্ত হ্রাস করবে।  

রকি মাউন্টেন ইনস্টিটিউট, গভর্নমেন্ট অব ইন্ডিয়া ও মিশন ইনোভেশনের যৌথ উদ্যোগে ২০১৮ সাল থেকে গ্লোবাল কুলিং প্রাইজ দেওয়া হচ্ছে।  

বিশ্বের ১৬০টিরও বেশি দেশের ভোক্তা সাধারণের কাছে সমাদৃত গ্রি এয়ার কন্ডিশনার। বিশ্বের এক নম্বর ব্র্যান্ড গ্রি এয়ার কন্ডিশনার আমাদের দেশেও সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড। আবাসিক এবং শিল্পপ্রতিষ্ঠানে এয়ার কন্ডিশনিংয়ের জন্য বাংলাদেশি ভোক্তারা গ্রি এসিতে আস্থা রাখেন।

বাংলাদেশের বৃহৎ ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী ও বাজারজাতকারী শিল্পপ্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেড দেশের একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে গ্রি এয়ার কন্ডিশনার বাজারজাত করে আসছে।

প্রতিষ্ঠানটি দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশি ভোক্তাদের জন্য গ্রি এয়ার কন্ডিশনার, এয়ার কুলার, এয়ার পিউরিফায়ারের পাশাপাশি বিশ্বখ্যাত কনকা ব্র্যান্ডের নিজস্ব উৎপাদিত রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশনসহ হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও বাজারজাত করে আসছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ০৫, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।